শিবসেনাকে সমর্থনের প্রসঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেললেন সনিয়া গান্ধী

0

নয়াদিল্লি: ‘মিলিঝুলি’ সরকারের যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী। শিবসেনাকে কোনো ভাবেই সমর্থন করতে রাজি নন তিনি।

সনিয়ার এই অনড় মনোভাবে মহারাষ্ট্রে অবিজেপি সরকার গড়ার যাবতীয় সম্ভাবনায় যবনিকা পড়ল। এমন খবরই পাওয়া গিয়েছে সূত্রে।

সোমবার নিজের বাসভবনে সনিয়ার সঙ্গে বৈঠকে বসেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। সেই বৈঠকেই মহারাষ্ট্রের ভবিষ্যতের পথ পরিষ্কার হত বলে মনে করা হচ্ছিল। দু’জনের মধ্যে ঠিক কী কথা হয়েছে, সে ব্যাপারে পরিষ্কার করে না জানা গেলেও পাওয়ার জানিয়েছিলেন, মহারাষ্ট্রের সরকার গঠনের ব্যাপারে কোনো কথা হয়নি।

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাওয়ার জানান, মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনার ব্যাপারে যেটা হচ্ছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। সাধারণ মানুষ এনসিপি এবং কংগ্রেসকে বিরোধী আসনে বসার রায় দিয়েছে বলেও জানান পাওয়ার।

আরও পড়ুন ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর জন্মদাতা তৈরি সাগরে, কবে প্রভাব পড়বে বাংলায়?

সোমবার গভীর রাতে কংগ্রেস সূত্রে খবর আসে যে শিবসেনার সঙ্গে জোটের বিষয়টি সম্পূর্ণ ভাবে খারিজ করে দিয়েছেন সনিয়া। মহারাষ্ট্রের রাজ্য কংগ্রেসের কয়েকজন নেতা এই জোটের পক্ষে থাকলেও, সনিয়া নিজের সিদ্ধান্ত অনড়।

উল্লেখ্য, আগামী ৮ নভেম্বর শেষ হচ্ছে মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ। এর মধ্যে রাজ্যে নতুন সরকার গঠন করতে না পারলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে সেখানে।

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.