ওয়েবডেস্ক: ইরাকের মসুলে নিহত ৩৮ জন ভারতীয়ের মৃতদেহ নিয়ে ভারতে এল বিশেষ বিমান। একজনের ডিএনএ নমুনা এখনও মেলানো যায়নি বলে তাঁর দেহ ফেরানো হয়নি।
সোমবার দুপুর আড়াইটে নাগাদ অমৃতসর বিমানবন্দরে নামে ওই বিশেষ বিমানটি। বিমানে ছিলেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভিকে সিংহ। দেহগুলি ফিরিয়ে আনার জন্য রবিবার ইরাকের উদ্দেশে রওনা দেন ভিকে সিংহ।
পঞ্জাবের ২৭ জন ছাড়াও হিমাচলের চার জনের দেহ নামানো হয় অমৃতসরে। সড়কপথে ওই চারটি দেহ হিমাচলে পাড়ি দেবে। অন্য দিকে সোমবার সন্ধ্যা নাগাদ দু’জন বাঙালির দেহ নিয়ে কলকাতায় নামার কথা বিমানটির। দেহগুলি নেওয়ার জন্য অমৃতসর বিমানবন্দরে এ দিন উপস্থিত ছিলে মৃত শ্রমিকদের পরিজনেরা। দুঃখের আবহ, অশ্রুভরা চোখে দেহগুলিকে গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে ইরাকের মসুলে ৪০ জন ভারতীয়কে অপহরণ করে আইএস জঙ্গিরা। তার পর তাদের মুণ্ডছেদ করে গুলি করে খুন করে জঙ্গিরা। যদিও এর মধ্যে কোনোক্রমে নিজেকে বাঁচিয়ে ভারতে ফিরে আসে পঞ্জাবের হরজিত মাসিহ। ভারতে ফিরে বারবার সহশ্রমিকদের মৃত্যুর খবর জানালেও সেটা মেনে নেয়নি কেন্দ্র।
অবশেষে গত ২০ মার্চ রাজ্যসভায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান মৃত্যুই হয়েছে ওই ভারতীয়দের।