ওয়েবডেস্ক: কলকাতা থেকে পুরী যাওয়ার একাধিক ট্রেন পাওয়া যায়। শুধু মনে করে চার মাস আগে টিকিট বুকিং করে ফেলতে হয়। এ ছাড়াও নানা জায়গা থেকে সরকারি বা বেসরকারি এক্সপ্রেস বাসও ছাড়ে। তবে সে ক্ষেত্রেও আগে থেকে বুকিং করে রাখলেই ভালো। এখন বাস বা ট্রেন, সবই অনলাইন বুকিং করার সুযোগ রয়েছে। তবুও গ্রীষ্মের ছুটিতে পুরী-মুখী বাঙালির ভিড় সামাল দিতে বিশেষ ব্যাবস্থা নিল পূর্ব রেল।
আরও পড়ুন: বালি-ভাস্কর্যের পীঠস্থান পুরী, চিনে নিন আরও এক শিল্পীকে
পূর্ব রেল মোট সাতজোড়া বিশেষ ট্রেন চালাচ্ছে গ্রীষ্মকালীন ছুটি ও তার সঙ্গে অঙ্গাঙ্গী বেড়ানোর কথা মাথায় রেখেই। কলকাতা থেকে এই ট্রেন ছাড়বে রবিবার রাত ১১.৫৫ টায়। আবার পুরী থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করবে প্রতি সোমবার রাত সাড়ে এগারোটায়।