Home খবর দেশ রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

রথযাত্রা

আর কিছুদিনের অপেক্ষা। তারপরই মহাসমারোহে শুরু হবে রথযাত্রা। পুরীর রথযাত্রা ঘিরে প্রতিবছরের মতো এবারও তীব্র উন্মাদনা লক্ষ করা যাচ্ছে দেশজুড়ে। লাখ লাখ পুণ্যার্থী ভিড় করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ির পথে রথযাত্রার দৃশ্য দেখতে। সেই ভিড় সামাল দিতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

ইস্ট কোস্ট রেলওয়ের তরফে জানানো হয়েছে, এবছর রথযাত্রা উপলক্ষে পুরী অভিমুখে চালানো হবে ৩৬৫টি বিশেষ ট্রেন। গত বছর এই সংখ্যা ছিল ৩১৫। এবার পুণ্যার্থীদের যাত্রা আরও সহজ করতে ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওড়িশার একাধিক জায়গা যেমন জগদ্দলপুর, বালেশ্বর, গুনুপুর, রায়গড়, জুনাগড় রোড, বাদামপাহাড়, আঙ্গুল ও বীরমিত্রপুর থেকে ছাড়বে এই বিশেষ ট্রেন। শুধু তাই নয়, ভিন রাজ্যের মধ্যেও সাত্রাগাছি (পশ্চিমবঙ্গ), বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ), গোন্দিয়া (ছত্তীসগঢ়)-সহ বিভিন্ন স্টেশন থেকে বিশেষ ট্রেন চালানো হবে পুরীর উদ্দেশে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে পুরী পৌঁছতে পারেন এবং নিরাপদে রথযাত্রায় অংশ নিতে পারেন, সেদিকে বিশেষ নজর রাখা হবে। পাশাপাশি রেল স্টেশনগুলিতে বাড়তি নিরাপত্তা ও যাত্রী পরিষেবার ব্যবস্থাও থাকবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version