Mamata-Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: নিজস্ব

কলকাতা: দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুষ্ঠান বাতিল হয়ে গেল। আগামী ১ আগস্ট কলেজের পড়ুয়াদের সঙ্গে মুখোমুখি কথোপকথনের সূচি নির্ধারিত হয়েছিল। সম্প্রতি জানা গিয়েছে, কলেজ কর্তৃপক্ষ নিজেদের প্রটোকলের বিষয় উদ্ধৃত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনুষ্ঠান বাতিলের লিখিত আবেদন জানিয়েছেন।

তৃণমূলের ঘনিষ্ঠ মহল থেকেই জানা গিয়েছে, চলতি সপ্তাহেই ওই কলেজ থেকে অনুষ্ঠান বাতিল করার লিখিত আবেদন এসেছে। যদিও মুখ্যমন্ত্রী ঘোষণা মতোই আগামী সোমবার দিল্লি যাচ্ছেন। সেখানকার অন্যান্য কর্মসূচিগুলিতে তিনি পূর্বনির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী অংশ নেবেন। এমনকি তাঁর সংসদ ভবনে যাওয়ার কথাও রয়েছে।

আরও পড়ুন: দোকান খুলল সেক্টর ফাইভে, পুনর্বাসনের লিখিত আশ্বাস না মিললে আন্দোলন চালাবেন হকাররা

এই কয়েক সপ্তাহের মধ্যেই মমতার তিনটি পূর্বনির্ধারিত অনুষ্ঠান বাতিল হল। জুলাইয়ে তাঁর চিন সফর বাতিল করা হয়। চিকাগোয় স্বামী বিবেকানন্দের ভাষণের ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু আয়োজক সংগঠনের প্রবীণ অধ্যক্ষের মৃত্যুতে সেই সফরও বাতিল হয়। শেষে দিল্লির ওই কলেজের অনুষ্ঠান

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here