বিহারের বাবা সিদ্ধনাথ মন্দিরে রবিবার রাতে পুজোর সময় পদপিষ্ট হয়ে অন্তত সাত জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ঘটনার সময় মন্দিরে প্রচুর ভক্ত সমবেত হয়েছিলেন, কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া ভিড়ের চাপে হুড়োহুড়ির ফলে এই বিপর্যয় ঘটে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন যে, মন্দিরে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটে।
রবিবার রাতে পুজোর সময় প্রচুর মানুষ মন্দির চত্বরে জড়ো হন। ভিড় এতটাই বেড়ে যায় যে, কিছু স্বেচ্ছাসেবক ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ভিড়ের তীব্রতা বেড়ে যাওয়ায়, তারা পুণ্যার্থীদের উপর লাঠি চালাতে বাধ্য হন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়, এবং সেই সময় অনেকেই পা পিছলে পড়ে যান। এতে সাত জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন, এবং আহতের সংখ্যা ৩০-এর বেশি বলে মনে করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান জেলাশাসক অলংকৃতা পাণ্ডে এবং পুলিশ সুপার। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে মৃতদেহগুলির এখনও পুরোপুরি শনাক্তকরণ করা সম্ভব হয়নি। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরবর্তীতে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আহতদের জেহনাবাদ এবং মাখদুমপুরের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। উল্লেখযোগ্য যে, কিছু দিন আগেই উত্তরপ্রদেশের হাথরসে একটি ধর্মীয় জমায়েতে পদপিষ্ট হয়ে শতাধিক ভক্তের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর আবার বিহারে ধর্মীয় জমায়েতে এই মর্মান্তিক ঘটনা ঘটল।
VIDEO | Seven dead and 50 feared injured as a stampede occurred at a temple of Bihar's Jehanabad after a fight broke between flower seller and people.
— Press Trust of India (@PTI_News) August 12, 2024
(Full video available on PTI Videos – https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/psJSERP7ra