Homeখবরদেশসিকিমে আটকে পড়া পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

সিকিমে আটকে পড়া পর্যটকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সিকিমের প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া পশ্চিমবঙ্গের পর্যটকদের সাহায্য করতে হেল্পলাইন চালু করেছে রাজ্য সরকার। শুক্রবার কালিম্পঙের জেলাশাসকের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব সিকিমের রংপোতে পর্যটকদের উদ্ধারের কাজ তদারকির জন্য একটি হেল্পডেস্ক তৈরি করা হয়েছে। এই ডেস্কের দায়িত্বে রয়েছেন দুই আধিকারিক রবি বিশ্বকর্মা (৮৭৬৮০৯৫৮৮১) এবং পুষ্পজিৎ বর্মণ (৯০৫১৪৯৯০৯৬)।

লাগাতার বৃষ্টির কারণে ধসের ফলে উত্তর সিকিম বিপর্যস্ত। লাচুংয়ের সঙ্গে গোটা রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, সিকিমে এখনও ১২০০ পর্যটক আটকে রয়েছেন, যাদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা। এছাড়া, সেখানে ১৫ জন বিদেশিও আছেন।

আরও পড়ুন। সিকিমে আটকে ১২০০ পর্যটক, আবহাওয়া অনুকূল হলে বিমানে উদ্ধারের পরিকল্পনা

মঙ্গন এবং চুংথাংয়ের সংযোগকারী বেইলি সেতুটি ধসে গেছে। ধসের কারণে বহু রাস্তা বন্ধ এবং অনেক বাড়ি তছনছ হয়ে গেছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। শুরুতে ত্রাণ পৌঁছাতে সমস্যা হচ্ছিল, তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আটকে পড়া পর্যটকেরা সুস্থ আছেন।

সিকিমের মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে পর্যটকদের বিমানে উদ্ধারের ব্যবস্থা করছেন। সড়কপথেও কীভাবে পর্যটকদের দ্রুত উদ্ধার করা যায়, তা দেখা হচ্ছে। আবহাওয়া ভালো হলে উদ্ধার কাজ আরও ত্বরান্বিত হবে।

সাম্প্রতিকতম

মহামারীর আকার নিচ্ছে স্থুলতা, সিঙ্গারা, কচুরিতে কতো তেল— জানিয়ে সরকারি দফতরে বোর্ড লাগাতে পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের

ভারতে বাড়ছে স্থূলতা ও অসংক্রামক রোগ। তা রুখতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ—সব সরকারি অফিসে বসুক ‘অয়েল অ্যান্ড সুগার বোর্ড’, ছাপা হোক স্বাস্থ্য-বার্তা। উদ্যোগের মূল লক্ষ্য সচেতনতা এবং সুস্থ জীবনযাপন।

‘যোগ্যতা বদল করে ছক ভাঙছে SSC’, হাইকোর্টে অভিযোগ বঞ্চিতদের—শুনানি শেষ, রায় আপাতত স্থগিত

এসএসসি-র নতুন নিয়োগপ্রক্রিয়া নিয়ে কলকাতা হাই কোর্টে ডিভিশন বেঞ্চে শুনানি শেষ। রায় স্থগিত। রাজ্য ও এসএসসি-র দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ, পাল্টা অভিযোগ বঞ্চিত চাকরিপ্রার্থীদের।

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।