ঝাঝার (হরিয়ানা): অঙ্কে কম নম্বর দেওয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রের হাতে আক্রান্ত হলেন শিক্ষক। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাঝার জেলার বাহাদুরগড়ে হরদয়াল পাবলিক স্কুলে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নিজের স্কুলব্যাগ থেকে একটি ধারালো অস্ত্র বের করছে ওই ছাত্রটি। পরমুহূর্তেই নিজের অঙ্ক শিক্ষককে পেছনে থেকে আক্রমণ করছে সে। সেই সময় সম্ভবত পরীক্ষার খাতা দেখতে ব্যস্ত ছিলেন শিক্ষক। অতর্কিত হামলায় হতচকিত হয়ে পড়েন ওই শিক্ষক। প্রায় দশ বার তাঁর শরীরের বিভিন্ন অংশে কোপায় ওই ছাত্র।
ঝাঝারের এএসপি হিমাংশু গর্গ বলেন, ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। তাকে ওই অস্ত্রটি দেওয়ার জন্য তার এক সহপাঠীকেও গ্রেফতার করা হয়েছে।
কম নম্বর পাওয়ার জন্য ওই শিক্ষক তাকে বকাবকি করেছিলেন, তার বদলা নিতেই তাঁকে আক্রমণের সিদ্ধান্ত নেয় ওই ছাত্রটি। পুলিশের কাছে এমনই স্বীকারোক্তি করেছে ওই ছাত্র। ওই শিক্ষককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। মাথায় গুরুতর চোট থাকায় তাঁর অবস্থা এখন সংকটজনক, এমনই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
দেখে নিন ওই ঘটনার সিসিটিভি ফুটেজ-