শ্রীনগর: দিন কয়েকের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীর পুলিশের সাব-ইনস্পেক্টর ফারুক আহমেদ মির। শুক্রবার রাতে বাড়ির পাশের চাষের জমি থেকে উদ্ধার হল তাঁর গুলিবিদ্ধ দেহ। ফের এক পুলিশকর্মীকে খুন করল জঙ্গিরা।
পুলওয়ামা জেলার পম্পোরের এই ঘটনাকে ‘জঙ্গি হামলা’ বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ফারুক তাঁর সাম্বোরা গ্রামের বাড়ির অদূরে চাষের জমিতে কাজ করছিলেন। সে সময় কয়েক জন জঙ্গি তাঁকে গুলি করে খুন করে।
জম্মু ও কাশ্মীরের ‘ইন্ডিয়ান রিজার্ভ পুলিশ’ (আইআরপি) ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর ফারুককে আগে খুনের হুমকি দেওয়া হয়েছিল বলেও স্থানীয় সূত্রের খবর। কাশ্মীরে সম্প্রতি বেশ কয়েক জন পুলিশও সেনাকর্মীকে খুন করেছে জঙ্গিরা।
উপত্যকার যুবকদের সেনা ও পুলিশে যোগদানের প্রবণতা আটকানোই এই উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। মে মাসে শ্রীনগরের আলি জান রোড এলাকায় জম্মু-কাশ্মীর পুলিশের কনস্টেবল গুলাম হাসান দারকে গুলি করে খুন করা হয়েছিল।
আরও পড়তে পারেন:
আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মেরেকেটে দুটো আসন বিজেপির, বলছে সংঘের অভ্যন্তরীণ সমীক্ষা
একদিনে প্রায় হাজার মিলিমিটার! ১৯৯৫ সালের পর দৈনিক সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করল চেরাপুঞ্জি
বছরের শেষে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন, ইঙ্গিত রাজনাথ সিংহের
১২টি ট্রেনে আগুন, বাতিল ২০০, ‘অগ্নিপথ’-বিক্ষোভে ধসে পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থা