অমৃতসরের স্বর্ণমন্দিরের প্রবেশপথে বুধবার সকালে শিরোমণি অকালি দল (এসএডি) নেতা সুখবীর সিং বাদলের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাদল একটি নীল ‘সেবাদার’ পোশাকে হুইলচেয়ারে বসে ছিলেন। তাঁর একটি পা ভাঙা থাকায় তিনি হুইলচেয়ারে ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত মানুষেরা হামলাকারীকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হামলাকারীর উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
সুখবীর সিং বাদল ও অন্যান্য এসএডি নেতারা স্বর্ণমন্দিরে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। শিখ ধর্মগুরুদের কাছ থেকে ‘টঙ্কাহ’ (ধর্মীয় শাস্তি) পাওয়ার পর এই শাস্তি পালনের অংশ হিসেবে তারা সেখানে সেবা দিচ্ছিলেন।
২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাঞ্জাবে শিরোমণি অকালি দল সরকারের সময়কালে সংঘটিত কিছু ‘ভুলের’ জন্য বাদল এবং অন্যান্য নেতাদের এই ধর্মীয় শাস্তি দেওয়া হয়েছিল। শিখ উচ্চ ধর্মগুরুদের নির্দেশে তারা স্বেচ্ছাসেবার কাজ করছেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীর উদ্দেশ্য জানতে চেষ্টা চলছে।
VIDEO | Punjab: A man opened fire at Shiromani Akali Dal leader Sukhbir Singh Badal at the entrance of Golden Temple, Amritsar. The person was overpowered by people present on the spot. More details are awaited.#PunjabNews #SukhbirSinghBadal
— Press Trust of India (@PTI_News) December 4, 2024
(Full video available on PTI… pic.twitter.com/LC55kCV864
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম নারায়ণ সিংহ চৌরা। অমৃতসর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরের গুরুদাসপুর জেলার বাসিন্দা তিনি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বুধবার সকালে স্বর্ণমন্দিরে ঢুকছিলেন সুখবীর। সেই সময়েই ধীর পায়ে তাঁর দিকে এগিয়ে আসেন এক অপরিচিত যুবক। এর পরেই আচমকা জামার ভিতরে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রটি বের করে অকালি প্রধানকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।