Homeখবরদেশ'০.০০০১ শতাংশ গাফিলতি থাকলেও...' নিট নিয়ে এনটিএ, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

‘০.০০০১ শতাংশ গাফিলতি থাকলেও…’ নিট নিয়ে এনটিএ, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

প্রকাশিত

ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট-এ অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় সরকার এবং জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)-র কাছে জবাব তলব করে ফের নোটিস দিল সুপ্রিম কোর্ট। নিট-এ অনিয়ম নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং একাধিক অনিয়মের অভিযোগ তুলে একটি মামলা দায়ের হয় আদালতে। মঙ্গলবার তারই শুনানি ছিল সুপ্রিম কোর্টে।

মামলার শুনানিতে নিট-এ অনিয়মের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল স্পষ্ট। বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ জানায়, “যদি ০.০০০১ শতাংশ গাফিলতিও কারও কোনও অংশে হয়ে থাকে, তবে তা সবিস্তারে দেখা উচিত।” বিচারপতির বেঞ্চ আরও উল্লেখ করেন, পরীক্ষার্থীদের পরিশ্রমের দিকটি অস্বীকার করা যায় না। সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, “ছোটরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল। আমরা তাদের পরিশ্রমকে অস্বীকার করতে পারি না।” বিচারপতি নাথ এনটিএ-র কৌঁসুলির উদ্দেশে বলেন, “আশা রাখি সময়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে।”

নিট-এ প্রশ্নপত্র ফাঁস এবং ঢালাও নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে। একসঙ্গে ৬৭ জনের প্রথম স্থান পাওয়া ওই ঢালাও নম্বর দানের ফল বলেই মনে করছেন অনেকে। এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে থাকেন পরীক্ষার্থীদের একাংশ। সরব হয় বিরোধী দলগুলিও।

চলতি বিতর্কের মধ্যে সম্প্রতি কেন্দ্র সুপ্রিম কোর্টে জানিয়েছে, নিট-এ যে ১৫৬৩ জন পরীক্ষার্থী গ্রেস নম্বর বা বাড়তি নম্বর পেয়েছিলেন, তাঁদের ওই অতিরিক্ত নম্বর বাতিল করা হচ্ছে। কেন্দ্র আরও জানিয়েছে, ওই পরীক্ষার্থীরা চাইলে আবার পরীক্ষা দিতে পারবেন। আগামী ২৩ জুন সেই পরীক্ষা হবে।

এই সিদ্ধান্তের পরেও পরীক্ষার্থীদের একাংশের মধ্যে অসন্তোষ রয়ে গেছে। তাঁদের দাবি, পরীক্ষা প্রক্রিয়ার সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এনটিএ-র এই পদক্ষেপ কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নোটিস কেন্দ্রীয় সরকার এবং এনটিএ-র উপর চাপ বাড়িয়েছে। আদালতের নির্দেশ মেনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এনটিএ-র কৌঁসুলি। এখন দেখার বিষয়, আদালতের নির্দেশ মেনে কত দ্রুত এবং কতটা কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় এই অনিয়মের বিরুদ্ধে।

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট: শুভমন-যশস্বীর শতরানে ভর করে বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে ভারত

ভারত: ৩৫৯-৩ (শুভমন গিল ১২৭ নট আউট, যশস্বী জয়সওয়াল ১০১, ঋষভ পন্থ ৬৫ নট...

শিবরামের ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ এবং কবিগুরুর ‘তোতা কাহিনী’ অবলম্বনে সফল নাটক মঞ্চস্থ করল ‘চণ্ডীতলা প্রম্পটার’  

অজন্তা চৌধুরী ‘চণ্ডীতলা প্রম্পটার’-এর প্রযোজনায় ১৪ মে মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হয়ে গেল ‘প্রাণকেষ্টর প্রাণান্ত’ ও...

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।

গ্রুপ C ও D কর্মীদের ভাতায় স্থগিতাদেশ হাই কোর্টের

চাকরিহারা গ্রুপ C ও D কর্মীদের ভাতা প্রদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যকে চার সপ্তাহে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ২৬ হাজার কর্মীর ভবিষ্যৎ আবারও অনিশ্চিত।

আরও পড়ুন

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।

ডায়েটে (DIET) ১০১টি পদে নিয়োগ অনুমোদন, রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ

ডিএলএড কলেজ বন্ধ হয়ে যাওয়ায় চাপ বাড়ছে সরকারি ডায়েটগুলিতে। সেই চাহিদা মেটাতে রাজ্যে ১০১টি নতুন পদে নিয়োগের অনুমোদন দিল সরকার। জেনে নিন কোথায়, কী পদে নিয়োগ হবে।

২৫ আগস্ট থেকে হাওড়া থেকেই ছাড়বে ধৌলি ও করমণ্ডল এক্সপ্রেস, সময়সূচিতে পরিবর্তন

বাঙালির ভরসার ট্রেন ধৌলি ও করমণ্ডল এক্সপ্রেস আর শালিমার নয়, এবার থেকে ছাড়বে হাওড়া স্টেশন থেকে। ২৫ আগস্ট থেকে চালু হচ্ছে নতুন রুটিন, পরিবর্তন হয়েছে সময়সূচিও।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে