Homeখবরদেশখোরপোষ পেতে পারেন বিবাহবিচ্ছিন্না মুসলিম মহিলাও, জানাল সুপ্রিম কোর্ট

খোরপোষ পেতে পারেন বিবাহবিচ্ছিন্না মুসলিম মহিলাও, জানাল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

নয়াদিল্লি: বিবাহবিচ্ছিন্না মুসলিম নারী তাঁর প্রাক্তন স্বামীর কাছ থেকে ফৌজদারি কার্যবিধি আইনের (CrPC) ধারা ১২৫-এর অধীনে ভরণপোষণ চাইতে পারেন। বিচারপতি বিভি নাগারথনা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাশির নেতৃত্বাধীন বেঞ্চ এক মুসলিম ব্যক্তির আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছে, যেখানে তিনি তাঁর বিবাহবিচ্ছিন্না স্ত্রীকে ভরণপোষণ দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন।

বিচারপতি নাগারথনা বলেন, “আমরা এই ফৌজদারি আপিলটি খারিজ করছি এবং প্রধান সিদ্ধান্ত হিসেবে ঘোষণা করছি যে ধারা ১২৫ সমস্ত নারীদের জন্য প্রযোজ্য হবে, শুধুমাত্র বিবাহিত নারীদের জন্য নয়।” বিচারপতি নাগারথনা এবং বিচারপতি মাশি একমত হয়েই এই সিদ্ধান্ত জানিয়েছেন।

বেঞ্চ স্পষ্ট করে বলেছে যে, ভরণপোষণ চাওয়ার আইনটি সকল বিবাহিত নারীদের জন্য প্রযোজ্য, তাদের ধর্ম নির্বিশেষে। আদালত বলেছে, ভরণপোষণ কোনো দান নয়, এটি বিবাহিত নারীদের অধিকার। বিচারপতি নাগারথনা বলেন, “কিছু স্বামী সচেতন নন যে, স্ত্রী, যিনি একজন গৃহিণী, তিনি তাদের উপর আবেগগত এবং অন্যান্য উপায়ে নির্ভরশীল। এখন সময় এসেছে যখন ভারতীয় পুরুষদের গৃহিণীর ভূমিকা এবং আত্মত্যাগকে স্বীকার করতে হবে।”

মামলা ও যুক্তি

মোহাম্মদ আবদুল সামাদের আবেদনের ভিত্তিতে গুতরীর একটি পারিবারিক আদালত তার বিবাহবিচ্ছিন্না স্ত্রীকে মাসিক ভাতা দিতে নির্দেশ দিয়েছিল। সামাদ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু তেলেঙ্গানা হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। পরে তিনি সুপ্রিম কোর্টে যান। তাঁর আইনজীবী যুক্তি দেন যে বিবাহবিচ্ছিন্না মুসলিম নারীরা মুসলিম মহিলা (বিবাহ বিচ্ছেদের অধিকার সুরক্ষা) আইন, ১৯৮৬-এর আশ্রয় নিতে পারেন এবং এই আইনে যা প্রদান করা হয়েছে তা CrPC ধারা ১২৫-এর তুলনায় অনেক বেশি।

তিনি আরও যুক্তি দেন, একটি বিশেষ আইন (এই আইনের কথা উল্লেখ করে) সাধারণ আইনের উপর প্রাধান্য পাবে। মহিলার আইনজীবী গৌরব আগরওয়াল পাল্টা যুক্তি দেন যে, ব্যক্তিগত আইন একজন নারীর লিঙ্গ-নিরপেক্ষ CrPC-এর অধীনে ভরণপোষণ পাওয়ার অধিকারকে নষ্ট করে না।

সাম্প্রতিকতম

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

আরও পড়ুন

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

২৫ দিনের লড়াই শেষ, প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি

দীর্ঘ ২৫ দিনের শ্বাসযন্ত্রের সংক্রমণের লড়াই শেষে দিল্লির AIIMS হাসপাতালে প্রয়াত হলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?