Homeখবরদেশআর জি কর মামলা পশ্চিমবঙ্গের বাইরে পাঠাতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট

আর জি কর মামলা পশ্চিমবঙ্গের বাইরে পাঠাতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

নয়াদিল্লি: আর জি কর ধর্ষণ-হত্যার মামলার বিচারপ্রক্রিয়া পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পাঠানোর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চের কাছে যখন এই দাবি মৌখিক ভাবে করা হয় তখন বেঞ্চ মৌখিক ভাবেই জানিয়ে দেয় তারা এ ধরনের কোনো নির্দেশ দিচ্ছে না।

গত আগস্ট মাসে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ-হত্যার ঘটনা সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলাটির শুনানি চলছিল বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্ডিওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রকে গঠিত বেঞ্চে।

শুনানি চলার সময় একজন কৌঁসুলি পশ্চিমবঙ্গ থেকে মামলা অন্য রাজ্যে স্থানান্তরণের আর্জি পেশ করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে যে ‘বিশৃঙ্খল পরিস্থিতি’ চলছে তার প্রেক্ষিতে রাজ্যে চলা আর জি কর মামলা রাজ্যের বাইরে পাঠানো উচিত। তাঁর আর্জির জবাবে প্রধান বিচারপতি বলেন, “মণিপুরের ক্ষেত্রে আমরা রাজ্যের বাইরে মামলা পাঠাতে বলেছি। কিন্তু এখানে আমরা সে রকম কিছু করব না। এ ধরনের বদলি হবে না।”

একজন কৌঁসুলি বলেন, “পশ্চিমবঙ্গের জনগণ রাজ্যের বিচারব্যবস্থা ও পুলিশের উপর আস্থা হারিয়েছেন”। প্রধান বিচারপতি তাঁকে ধমকে বলেন, “জনগণের কথা বলবেন না…আপনারা কাদের হয়ে হয়ে মামলা লড়ছেন? এ রকম সাধারণ বিবৃতি দেবেন না। আদালতেও ক্যান্টিনের খোশগল্প চলছে!”

আর-একজন কৌঁসুলি বলেন, সিবিআই যথাযথ তদন্ত করেনি। রাজ্য পুলিশ তদন্ত করে যা পেয়েছে তাকেই অনুমোদন করেছে। প্রধান বিচারপতি বলেন, নিম্ন আদালতের বিচারপতির ক্ষমতা আছে আরও তদন্ত চালানোর আদেশ দেওয়ার। সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের ক্ষমতায় হস্তক্ষেপ করবে না।

আর জি কর ঘটনার সর্বশেষ অবস্থা সম্পর্কে সিবিআই জানায়, ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে শিয়ালদহের অতিরিক্ত দায়রা বিচারক গত ৪ নভেম্বর চার্জ গঠন করেছে এবং ১১ নভেম্বর আবার শুনানি শুরু করার দিন ধার্য হয়েছে।

ডাক্তারদের নিরাপত্তা কী ভাবে বাড়ানো যায় সে সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য আদালত যে ন্যাশনাল টাস্ক ফোর্স (এনটিএফ) গঠন করেছে, সেই টাস্ক ফোর্স তাদের রিপোর্ট পেশ করে। এনটিএফ-এর রিপোর্টের কপি মামলায় জড়িত সমস্ত পক্ষের কাছে এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের কাছে পাঠানোর নির্দেশ দেয় উচ্চ আদালত।

সাম্প্রতিকতম

মানবভ্রূণের মস্তিষ্কের প্রথম থ্রি ডি ডিজিটাল ইমেজ, চিকিৎসাবিজ্ঞানে নয়া দিশা দেখাল আইআইটি মাদ্রাজ      

অসম্ভবকে সম্ভব করে দেখালেন আইআইটি মাদ্রাজের গবেষকেরা। মায়ের গর্ভে মানবভ্রূণের মস্তিষ্ককে কেমন দেখতে হয়?...

আইএসএল ২০২৪-২৫: পিছিয়ে থেকে শেষ দশ মিনিটে দু’টি গোল, কেরলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মোহনবাগান   

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, আলবার্তো রদ্রিগুয়েজ) কেরল ব্লাস্টার্স: ২ (খেসুস...

নয়া অপারেটিং সিস্টেম আনল গুগল

অ্যান্ড্রয়েড ছাড়াও নতুন অপারেটিং সিস্টেম Android XR লঞ্চ করল গুগল। এক্সটেন্ডেড রিয়েলিটি (XR) এবং...

স্ট্রিট ফুডে ভারতের সেরা ১০ শহরের তালিকায় রয়েছে কোন কোন শহর

স্থানীয় অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, স্থানীয় খাবারের স্বাদ, অনেক ইতিহাস জড়িয়ে থাকে স্ট্রিট ফুডের সঙ্গে।...

আরও পড়ুন

কৃষিঋণে নতুন নিয়ম, ২ লক্ষ টাকা পর্যন্ত জামানত-মুক্ত ঋণ ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

কৃষকদের স্বার্থে বড় পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আগামী ২০২৫ সালের জানুয়ারি...

‘দিল্লি চলো’ মিছিলে পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাস, আহত ১০ কৃষক

নয়াদিল্লি: শনিবার হরিয়ানা-পঞ্জাব সীমান্তে ‘দিল্লি চলো’ মিছিলে অংশগ্রহণকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে...

এক সপ্তাহে তৃতীয়বার দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা

দিল্লির বেশ কয়েকটি স্কুল, যেমন ডিপিএস আর কে পুরম, বোমা হামলার হুমকি পেয়েছে। হুমকি ইমেইলে বিস্ফোরণের তারিখ জানানো হয়েছে ১৩ ও ১৪ ডিসেম্বর।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে