nirbhaya rapist

নয়াদিল্লি: পুনর্বিবেচনার আর্জি খারিজ। নির্ভয়া-কাণ্ডের দোষীদের ফাঁসির সাজা বহাল রেখে দিল সুপ্রিম কোর্ট।

সোমবার এই রায় শোনান প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর ভানুমতি এবং বিচারপতি অশোক ভূষণ। নিম্ন আদালতে শোনানো ফাঁসির সাজা গত বছর মার্চে বহাল রাখে সুপ্রিম কোর্ট। এই নির্দেশের পরে শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আর্জি জানায় তিন অভিযুক্ত মুকেশ, পবন গুপ্ত এবং বিনয় শর্মা। চতুর্থ অভিযুক্ত অক্ষয় সিংহ অবশ্য কোনো আর্জি জানায়নি।

২০১২-এর ১৬ ডিসেম্বর রাতে ভয়াবহ গণধর্ষণের শিকার হন নির্ভয়া। ২৯ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। মোট ছ’জন অভিযুক্তের মধ্যে একজন রাম সিংহ জেলেই আত্মহত্যা করে। অন্য একজন অভিযুক্ত নাবালক হওয়ায়, তিন বছরের শাস্তি ভোগ করে ছাড়া পেয়ে যায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here