দেশ
পৃথক ভাবে থাকা স্ত্রীকে খোরপোশ দেওয়ার দায়িত্ব থেকে মুখ ফেরাতে পারবেন না স্বামী: সুপ্রিম কোর্ট
২০০৯ সাল থেকে খোরপোশ বাবদ বকেয়া ২.৬০ কোটি টাকা।


নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো ব্যক্তি নিজের পরিত্যক্ত স্ত্রীকে খোরপোশ দেওয়ার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতে পারবেন না।
প্রধান বিচারপতি এসএ বোবদে এবং বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যমের একটি বেঞ্চ এক ব্যক্তিকে খোরপোশ বাবদ তাঁর কাছে প্রাপ্য স্ত্রীর ২.৬০ কোটি টাকার বকেয়া মিটিয়ে দেওয়ার শেষ সুযোগ দেয়। এ ছাড়াও মাসিক রক্ষণাবেক্ষণ ভাতার ১.৭৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে।
সুপ্রিম নির্দেশের উৎস
তামিলনাড়ুর এক বাসিন্দার পুনর্বিবেচনার আবেদনের শুনানি চলাকালীন বেঞ্চ এই মন্তব্য করে।
ওই ব্যক্তি একটি টেলিযোগাযোগ সংস্থার রাষ্ট্রীয় সুরক্ষা প্রকল্পে কাজ করেন। তিনি জানান, তাঁর কোনো টাকাপয়সা নেই। ফলে বকেয়া মেটানোর জন্য দু’বছরের সময় চেয়েছিলেন। এ সম্পর্কে শীর্ষ আদালত বলেছে, আদালতের নির্দেশ মেনে চলার ব্যাপারে বারবার ব্যর্থ হওয়ার ফলে ওই ব্যক্তি বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছেন।
এই ঘটনায় আদালত বিস্ময় প্রকাশ করে বলে, “এ ধরনের ব্যক্তি কী ভাবে একটি রাষ্ট্রীয় সুরক্ষা প্রকল্পে কর্মরত রয়েছেন! তা যাইহোক, স্বামী তাঁর স্ত্রীর জন্য খোরপোশ দেওয়ার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিতে পারবেন না। এটা মিটিয়ে দেওয়া তাঁর কর্তব্য”।
কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
ওই ব্যক্তিকে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, “পুরো বিচারাধীন অর্থের পাশাপাশি মাসিক খোরপোশ মিটিয়ে দেওয়ার জন্য আজ থেকে চার সপ্তাহের মধ্যে দেওয়ার জন্য আমরা চূড়ান্ত সুযোগ দিচ্ছি। ব্যর্থ হলে অভিযুক্তকে শাস্তি এবং জেলে পাঠানো হতে পারে”।
আদালত জানায়, এই মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পরে স্থির করা হবে। আদালত আরও বলে, “অর্থ মিটিয়ে দেওয়া না হলে পরের তারিখেই গ্রেফতারের নির্দেশ জারি করা হতে পারে এবং আসামিকে কারবাসের নির্দেশ দেওয়া হতে পারে”।
মামলার নেপথ্যে
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে বকেয়া খোরপোশ ২.৬০ কোটি টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। পাশাপাশি ওই ব্যক্তিকে বলা হয়েছিল, মাসিক খোরপোশ হিসেবে ১.৭৫ লক্ষ টাকাও যেন স্ত্রীকে নিয়মিত দেওয়া হয়। কিন্তু বকেয়া টাকা না মিটিয়ে মাত্র ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে উপস্থিত স্বামী আদালতকে বলেন, তিনি টেলিকম সেক্টরে জাতীয় সুরক্ষা সম্পর্কিত একটি প্রকল্পের গবেষণা ও উন্নয়নে নিজের সমস্ত অর্থ বিনিয়োগ করেছেন।
তবে বেঞ্চ ওই ব্যক্তিকে বলে স্ত্রীর প্রাপ্য মেটাতে তিনি ব্যাঙ্ক থেকে টাকা ধার নিতেই পারেন। কিন্তু স্ত্রীকে এক সপ্তাহের মধ্যে মাসিক খোরপোশের টাকা এবং চার সপ্তাহের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। অন্যথায় গ্রেফতারি এবং হাজতবাস। উল্লেখ্য, বকেয়া পরিশোধের জন্য আদালতের কাছে চার সপ্তাহের সময়সীমা চেয়েছিলেন ওই ব্যক্তি। শীর্ষ আদালত সেই আবেদন মঞ্জুর করে।
আরও পড়তে পারেন: কয়লাপাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিশ দিল সিবিআই
দেশ
Nirav Modi’s Extradition: নীরব মোদীকে ভারতের হাতে তুলে দিতে সম্মতি ব্রিটিশ সরকারের
এ সংক্রান্ত নির্দেশনামায় সই করেছেন ব্রিটিশ যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব প্রীতি পটেল।


খবরঅনলাইন ডেস্ক: নীরব মোদীকে (Nirav Modi) ভারতে প্রত্যর্পণের বিষয়ে সবুজ সংকেত দিল ব্রিটিশ সরকার। এ সংক্রান্ত নির্দেশনামায় সই করেছেন ব্রিটিশ যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব প্রীতি পটেল।
এর ফলে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত দেশ-পালানো রত্ন ব্যবসায়ীর দেশে ফেরার ব্যপারটা আরও এক ধাপ এগোল।
তবে এর পরেও যে ৫০ বছর বয়সি নীরব মোদীকে দেশে ফেরানো যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ, সরকারের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ব্রিটিশ হাইকোর্টে যাওয়ার আইনগত অধিকার তাঁর আছে। সে ক্ষেত্রে ২৮ দিনের তাঁকে আবেদন করতে হবে। এবং সেই আবেদনের নিষ্পত্তি হতে মাসের পর মাস, এমনকি বছরও ঘুরে যেতে পারে, যেমনটি দেখা গিয়েছে বিজয় মাল্যর ক্ষেত্রে।
‘পলাতক’ মদ-ব্যবসায়ী বিজয় মাল্যকে ভারতে প্রত্যর্পণ সংক্রান্ত নির্দেশনামায় করার ব্যাপারে ব্রিটিশ সরকারের তরফে সই করা হয় ২০১৯-এর ফেব্রুয়ারিতে। সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে যান মাল্য। এই বিষয়টির এখনও নিষ্পত্তি হয়নি।
নীরব মোদীকে ফেরত পাঠানোর নির্দেশনামায় ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব সই করার আগে প্রত্যর্পণ সংক্রান্ত আবেদনটি যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টার আদালতে গ্রাহ্য হয় এবং আদালত তা পাঠিয়ে দেয় স্বরাষ্ট্রসচিব।
নীরব মোদীকে ফেরত পাঠানো সংক্রান্ত আবেদনটি নিয়ে শুনানির সময় তাঁর পক্ষ থেকে বলা হয়, অতিমারি পরিস্থিতিতে তাঁর মানসিক স্বাস্থ্যের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং ভারতে জেলগুলোর অবস্থা খুব খারাপ।
আদালতের বিচারক এই যুক্তি খারিজ করে দিয়ে বলেন, “নীরব মোদী কোনো বৈধ ব্যাবসায় জড়িত ছিলেন, সে কথা মানতে পারছি না। প্রকৃত কোনো লেনদেন হয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না। আমার বিশ্বাস, অসততার একটা প্রক্রিয়া এর সঙ্গে জড়িয়ে রয়েছে।”
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ১৪ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি মামলায় (PNB loan scam case) অভিযুক্ত নীরব মোদী ২০১৮ সালে দেশ ছেড়ে পালিয়ে যান।
আরও পড়ুন: Bengal Polls 2021: নির্বাচনী প্রচারে ‘নৈশ কার্ফু’ জারি করল নির্বাচন কমিশন
দেশ
Coronavirus Second Wave: সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা রঞ্জিত সিন্হা প্রয়াত
বৃহস্পতিবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল


খবরঅনলাইন ডেস্ক: কোভিডে আক্রান্ত হয়ে মারা গেলেন সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা রঞ্জিত সিন্হা (Ranjit Sinha)। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। সিবিআই ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ পদও সামলেছেন তিনি।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে ৪টে নাগাদ দিল্লির একটি হাসপাতালে মারা যান সিন্হা। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছিল।
উল্লেখ্য, রঞ্জিত সিনহা আরপিএফ–কেও নেতৃত্ব দিয়েছিলেন। ইন্দো–তিব্বত সীমান্ত পুলিশেরও ডিজির দায়িত্ব সামলেছেন তিনি। ২০১২ সালে সিবিআই অধির্কতা পদে বসেছিলেন তিনি। টানা দু’বছর তিনি এই পদের দায়িত্বে ছিলেন। গুরুত্বপূর্ণ একাধিক তদন্তে তিনি সাফল্য পেয়েছিলেন।
এর মধ্যে বিতর্কও পিছু ছাড়েনি তাঁকে। কয়লা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁর। ২০১৭-তে এই মামলাতেই তাঁকে জেরা করা হয়েছিল।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
Vaccination Drive: অনুমতি পেলে ৩ দিনে ছাড়পত্র বিদেশি টিকাকে, সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রকের
দেশ
Vaccination Drive: অনুমতি পেলে ৩ দিনে ছাড়পত্র বিদেশি টিকাকে, সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রকের
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রতিষেধকগুলিকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে সে গুলিকে ভারতেও ছাড়পত্র দেবে কেন্দ্র।


খবরঅনলাইন ডেস্ক: জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি পাওয়ার তিন দিনের মধ্যে বিদেশি প্রতিষেধক দেশে প্রয়োগে ছাড়পত্র দেওয়া হবে বলে জানাল কেন্দ্র। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, কোনো বিদেশি প্রতিষেধক সংস্থা আবেদন জানালে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) সেই আবেদন খতিয়ে দেখবে।
সেটা করে যদি তারা জরুরি ভিত্তিতে ব্যবহারের প্রশ্নে সবুজ সঙ্কেত দেয় তা হলে ড্রাগস কন্ট্রোলার জেনারেল ইন্ডিয়া (ডিসিজিআই) তিন দিনের মধ্যে ওই সংস্থাকে নিয়ন্ত্রিত ব্যবহারের অনুমতি দেবে ভারতে। তবে সরকার জরুরি ভিত্তিতে ছাড়পত্রের অনুমতি দিলেও এখনও ভারতে প্রতিষেধক বিক্রির প্রশ্নে আগ্রহ দেখায়নি কোনো বিদেশি প্রতিষেধক সংস্থাই।
দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ লাগামছাড়া হওয়ায় মৃত্যুহার কমাতে দেশের বড়ো সংখ্যক মানুষকে প্রতিষেধকের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বর্তমানে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের মাধ্যমে টিকাকরণ চলছে। ওই দু’টি প্রতিষেধকের উৎপাদন ক্ষমতা সীমিত।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রতিষেধকগুলিকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে তথা আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের মতো দেশগুলি যে প্রতিষেধকগুলিকে ছাড়পত্র পেয়েছে সে গুলিকে ভারতেও ছাড়পত্র দেবে কেন্দ্র।
গত ১৩ এপ্রিল ওই সিদ্ধান্তের পরে এ দিন আরও এক দফা নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়েছে, প্রতিষেধকের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি ও এ দেশে উৎপাদনের প্রশ্নে নিয়ম সরল করা হয়েছে। যাতে প্রয়োজনে এ দেশে দ্রুত উৎপাদনে সক্ষম হয় সংস্থাগুলি।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, প্রতিষেধক সংক্রান্ত জাতীয় নীতি মেনে বিদেশি প্রতিষেধকের ব্যাচকে ছাড়পত্র দেবে কসৌলি-র সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি (CDL)। সিডিএলের ছাড়পত্র পাওয়া ওই প্রতিষেধক দিয়েই প্রথম একশো জনের উপরে প্রতিষেধক পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করতে হবে বিদেশি সংস্থাকে।
প্রতিষেধক প্রাপ্ত একশো জনকে সাত দিন নজরদারি করার পরে সেই রিপোর্ট জমা পড়বে সিডিএসসিও-র ঘরে। যা ইতিবাচক হলে তবেই বৃহত্তর ক্ষেত্রে প্রয়োগের ছাড়পত্র পাবে ওই সংস্থা।
খবরঅনলাইনে আরও পরতে পারেন
Citi Bank: ভারতে সাধারণ গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করছে আমেরিকার এই ব্যাংক
-
রাজ্য2 days ago
স্বাগত ১৪২৮, জীর্ণ, পুরাতন সব ভেসে যাক, শুভ হোক নববর্ষ
-
কলকাতা2 days ago
মাস্ক থাকলেও কালীঘাট-দক্ষিণেশ্বরে শারীরিক দুরত্ব চুলোয়, গা ঘেষাঘেঁষি করে হল ভক্ত সমাগম
-
কোচবিহার2 days ago
Bengal Polls 2021: শীতলকুচির গুলিচালনার ভিডিও প্রকাশ্যে, সত্য সামনে এল, দাবি তৃণমূলের
-
গাড়ি ও বাইক2 days ago
Bajaj Chetak electric scooter: শুরু হওয়ার ৪৮ ঘণ্টা পরেই বুকিং বন্ধ! কেন?