আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানি অবশেষে আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে হবে। ৫ সেপ্টেম্বর শুনানি হওয়ার কথা থাকলেও, প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে, শীর্ষ আদালত থেকে নতুন তারিখ জানানো হয়েছে, যেখানে মামলাটি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বিচারাধীন থাকবে।
গত সপ্তাহে শুনানি না হওয়ার খবর শুনে আন্দোলনকারীরা হতাশ হয়েছিলেন। মামলার গুরুত্বপূর্ণ শুনানির দিন পিছিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন আরজি করের জুনিয়র চিকিৎসক ও প্রতিবাদকারা। শীর্ষ আদালতের বেঞ্চে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রও রয়েছেন। তাঁরা ১০ নম্বর কোর্টের অন্য মামলাগুলি শুনলেও, আরজি কর মামলা শুনানির তালিকায় ছিল না।
গত বুধবার রাতে শীর্ষ আদালতের তরফে ঘোষণা আসার পর আন্দোলনকারীরা নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন। মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে তারা প্রতিবাদ জানান এবং বিচারের দাবি তোলেন। ওই রাতে কলকাতা শহরের একাধিক জায়গায় আলো নিভিয়ে, মোমবাতির আলোয় প্রতিবাদ করেন সাধারণ মানুষও।
৯ অগস্টের ঘটনা থেকে শুরু করে আরজি করের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আন্দোলন চলছে। এখন সবার চোখ থাকবে ৯ সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের শুনানির দিকে। সেই মামলার শুনানিতে কী রায় আসে, তা জানার অপেক্ষায় থাকবেন আন্দোলনকারীরা।