দেশে যৌন শিক্ষা নিয়ে নতুন দিকনির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মতে, যৌন শিক্ষা শুরু হওয়া উচিত ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই। কৈশোরে যে হরমোনজনিত পরিবর্তন ঘটে, তা সম্পর্কে ছাত্রছাত্রীদের প্রাথমিকভাবে জানানো প্রয়োজন বলেই মত বিচারপতিদের।
বিচারপতি সঞ্জয় কুমার এবং অলোক আরাধে-র বেঞ্চ শুক্রবার পর্যবেক্ষণ করেন, “আমাদের মতে, যৌন শিক্ষা শিশুদের অল্প বয়স থেকেই দেওয়া উচিত, ক্লাস নাইনের পর নয়। কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে প্রয়োজনীয় সংশোধন করা, যাতে শিশুরা কৈশোরে শরীরে যে পরিবর্তন আসে এবং তার সঙ্গে সম্পর্কিত সাবধানতাগুলি সম্পর্কে সচেতন হতে পারে।”
আদালতের এই মন্তব্য করে এক ১৫ বছর বয়সি কিশোরের জামিন আবেদনের শুনানিতে। ওই কিশোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ও ৫০৬ (হুমকি) ধারায় এবং পকসো আইনের ৬ ধারা (aggravated penetrative sexual assault) অনুযায়ী মামলা দায়ের হয়েছিল।
তবে আদালত জানায়, অভিযুক্ত যেহেতু অপ্রাপ্তবয়স্ক, তাই জুভেনাইল জাস্টিস বোর্ডের শর্তে তাঁর জামিন মঞ্জুর করা হচ্ছে।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কৈশোরে যৌনতা, শরীরবিজ্ঞান ও সম্পর্কের বিষয়ে শিক্ষার অভাব থেকেই অনেক ভুল সিদ্ধান্ত ও অপরাধের জন্ম হয়। তাই ভবিষ্যতে এই ধরনের সমস্যা রোধ করতে শিশুদের প্রাথমিক স্তর থেকেই সচেতনতা বাড়ানো দরকার।
শিক্ষা বিশেষজ্ঞদের একাংশও বলছেন, সুপ্রিম কোর্টের এই মন্তব্য শিক্ষা নীতিতে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে। কারণ, অনেক রাজ্যে এখনও যৌন শিক্ষাকে ট্যাবু হিসেবে দেখা হয়।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

