tajmahal adoption

ওয়েবডেস্ক: তাজমহলকে নিয়ে যতই নেতিবাচক প্রচার হোক, পর্যটকের কাছে সে কতটা জনপ্রিয় তা প্রমাণিত হয়ে গেল একটি সমীক্ষায়। বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ ‘বিশ্ব ঐতিহ্য’-এর তকমা পেয়েছে তাজমহল। প্রথম স্থানে রয়েছে কম্বোডিয়ার অ্যাংকরভাট মন্দির।

সমীক্ষাটি করেছিল ভ্রমণ বিষয়ক অনলাইন পোর্টাল ‘ট্রিপ অ্যাডভাইসর’। সেখানেই ভোট দিয়েছিলেন সারা বিশ্বের পর্যটকরা। পর্যটকদের ভোটের ভিত্তিতেই দু’নম্বর স্থান পেয়েছে মুমতাজমহলের স্মৃতিতে সম্রাট শাহজাহানের গড়া এই স্মৃতিসৌধ।

তাজমহল এবং আগরার ব্যাপারে ট্রিপ অ্যাডভাইসরের মন্তব্য, “সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কাতারে কাতারে মানুষ তাজমহল দেখতে যান। অনেকেই আবার তাজমহল দেখার পাশাপাশি আগরার কোনো গৃহস্থ বাড়িতে দুপুরের খাবারটা খেয়ে নেন।”

কম্বোডিয়ার অ্যাংকরভাটের ব্যাপারে পোর্টালটি জানিয়েছে, “ভোরে এবং গোধূলিতেই অ্যাংকরভাটের প্রকৃত রূপ বোঝা যায়। সন্ধ্যায় আলো জ্বলে উঠলে তার রূপ আরও মায়াবী হয়ে ওঠে।” এই সমীক্ষার তৃতীয় এবং চতুর্থ স্থান পেয়েছে চিনের প্রাচীর এবং পেরুর মাচু পিচু।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here