দেশ
‘করোনা ছড়াতে পারেন পর্যটকরা,’ সোমবার খুলছে না তাজমহল

আগরা: দেশের বিভিন্ন প্রান্তে সোমবার থেকে তাদের দায়িত্বে থাকা সৌধগুলির দরজা খুলে দিচ্ছে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (Archeological Survey of India)। সেই মতো তাজমহলের (Taj Mahal) দরজা খুলে যাওয়ারও আশা করা হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেছে প্রশাসন।
নতুন নির্দেশিকায় জেলা প্রশাসন জানিয়ে দিয়েছে, সোমবার তাজমহল-সহ আগরার বিভিন্ন সৌধের দরজা খোলা হবে না। তাদের আশঙ্কা, পর্যটকের সমাগম বাড়লে আগরা করোনা-পরিস্থিতি উদ্বেগজনক হয়ে যেতে পারে।
শুধু তাজ মহলই নয়, এ দিন খুলবে না আগরা ফোর্ট, আকবরের সমাধি-সহ ওই অঞ্চলের আরও বেশ কয়েকটি সৌধ।
আগরার করোনা-পরিস্থিতি, বিশেষ ভালো নয়। গত চার দিনে শহরে ৫৫ জনের শরীরে করোনার হদিশ মিলেছে। শহর এবং তার আশেপাশে ৭১টি কনটেনমেন্ট জোন রয়েছে। জেলা প্রশাসনের আশঙ্কা, পর্যটকদের সমাগম বাড়লে স্থানীয়দের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কাও থেকে যায়।
তবে তাজমহল বন্ধ থাকলেও দেশের অন্য প্রান্তে এএসআইয়ের সৌধগুলিই সোমবারই খুলছে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
দেশ
বেসরকারি হাসপাতালে কোভিড ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্র
সরকারি কেন্দ্রে বিনামূল্যে মিললেও বেসরকারি হাসপাতালে টিকার জন্য লাগবে টাকা। কত?

খবর অনলাইন ডেস্ক: ১ মার্চ থেকে শুরু হচ্ছে প্রবীণদের করোনা টিকাকরণ। পাশাপাশি যাঁদের বয়স ৪৫ বছরের বেশি, কিন্তু দীর্ঘদিন জটিল রোগে ভুগছেন, তাঁদেরও এই দফায় টিকা দেওয়া হবে। তবে সরকারি কেন্দ্রে বিনামূল্যে মিললেও বেসরকারি হাসপাতালে টিকার জন্য টাকা লাগবে। কত?
গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ১০ হাজার সরকারি এবং ২০ হাজার বেসরকারি হাসপাতালে টিকাকরণ। সরকারি হাসপাতালে বিনামূল্যে তবে বেসরকারি হাসপাতালে টাকা লাগবে। বেসরকারি হাসপাতালে টিকা নেওয়ার জন্য কত টাকা লাগবে, তা সরকারের তরফে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রক আগামী ৩-৪ দিনের মধ্যেই বেসরকারি হাসপাতালে কোভিড টিকাকরণের খরচের ঊর্ধ্বসীমা জানিয়ে দেবে।
টাইমস নাও-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছরের বেশি এবং কো-মর্বিডিটি রয়েছে এমন ৪৫ বছরের বেশি বয়সিরা বেসরকারি হাসপাতালে কোভিড টিকা নিতে চাইলে একটি ডোজের জন্য ২৫০ টাকা দাম নির্ধারণ করেছে কেন্দ্রীয় সরকার।
সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা আইএএনএস বলেছে, বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের একটি ডোজের জন্য ২৫০ টাকা লাগবে।
অন্যদিকে গুজরাতের উপ-মুখ্যমন্ত্রী নিতিন পটেল শনিবার বলেছেন, সে রাজ্যের বেসরকারি হাসপাতালে করোনা ভ্যাকসিন নিতে হলে ২৫০ টাকা খরচ করতে হবে।
এএনআই-এর কাছে তিনি বলেন, “গুজরাতে কোভিড -১৯ টি ভ্যাকসিনের দাম বেসরকারি হাসপাতালে ২৫০ টাকা এবং এটি রাজ্য জুড়ে সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করা হবে”।
তবে টিকাকরণের ক্ষেত্রে এ মুহুর্তে আরও একটি বড়ো প্রশ্নটি হল, যাঁরা নাম নথিভুক্ত করবেন না, তাঁরা কি টিকা পাবেন না? রিপোর্টে বলা হয়েছে, অনলাইন রেজিস্ট্রেশনের বাইরে ‘ওয়াক ইন রেজিস্ট্রেশন’ সুবিধাও দেওয়া হবে।
অর্থাৎ, যাঁরা মোবাইল ফোনে সড়গড় নন বা অনলাইনে নাম নথিভুক্ত করছেন না, তাঁরা সরাসরি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন পেতে পারেন। একই সঙ্গে বলা হচ্ছে অনলাইন অ্যাপে নাম নথিভুক্তকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়তে পারেন: অ্যাপে নাম নথিভুক্ত না করলে আপনি কি করোনা টিকা পাবেন না?
দেশ
নয়া প্রজাতি নয়, দেশে করোনার সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী ‘সুপার স্প্রেডাররা’, দাবি বিশেষজ্ঞদের
স্বাস্থ্য বিধি না মেনে সাধারণ মানুষ খোলামেলা ভাবে সবার সঙ্গে মিশছেন, ঠিক সেই কারণেই সংক্রমণ বাড়তে শুরু করে দিয়েছে

খবরঅনলাইন ডেস্ক: ভারত গত এক সপ্তাহ ধরে আচমকা বেড়ে গিয়েছে করোনার সংক্রমণ। ঠিক একই সময়ে দেশে করোনার ব্রাজিলীয় এবং সাউথ আফ্রিকান প্রজাতিও এসেছে। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে সংক্রমণ বাড়ার পেছনে এই নতুন প্রজাতিগুলির ভূমিকা রয়েছে কি না।
কিন্তু বিশেষজ্ঞদের একাংশ এই তত্ত্ব মানতে চাইছেন না। তাঁদের দাবি, সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী ‘সুপার স্প্রেডার’রা। অর্থাৎ বহু মানুষ আছেন যাঁদের করোনা হয়েছে অথচ উপসর্গহীন। তাঁরাই যখন ভিড়ে মিশছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সংক্রমণ ছড়াচ্ছে তাঁদের থেকেই।
‘মানিকন্ট্রোল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কর্নাটকের কোভিড বিশেষজ্ঞ দলের সদস্য ভি রবি তথা দাবি করেছেন, কোভিডের নতুন প্রজাতির তত্ত্বকে সংক্রমণ বৃদ্ধির সঙ্গে জুড়ে দেওয়া যায় না। কারণ এই ধরনের ভাইরাসে হামেশাই মিউটেট করতে থাকে এবং সব সময়ে নতুন নতুন প্রজাতির জন্ম দেয়। করোনা সংক্রমণের শুরু থেকেই এর অনেক প্রজাতি ভারতে এসেছে।
তিনি মনে করেন এই সংক্রমণ বৃদ্ধির জন্য ‘সুপার স্প্রেডার’-এর মতো ঘটনা দায়ী। স্বাস্থ্য বিধি না মেনে সাধারণ মানুষ খোলামেলা ভাবে সবার সঙ্গে মিশছেন, ঠিক সেই কারণেই সংক্রমণ বাড়তে শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর পাশাপাশি করোনা পরীক্ষা এবং চিহ্নিতকরণের বিষয়টিও অনেক কমেছে বলেও দাবি তাঁর। টেস্টের সংখ্যা বাড়ালে ফের সংক্রমণের হার কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এই মুহূর্তে দেশের বেশ কিছু রাজ্যে নতুন করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। মহারাষ্ট্রের পাশাপাশি পঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে সংক্রমণের ঊর্ধ্বমুখী যাত্রা দেখা যাচ্ছে। কেরলে গত কয়েক দিনে সংক্রমণ ধীরে ধীরে কমছে যা কিছুটা স্বস্তির খবর। পশ্চিমবঙ্গে নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি না হলেও এখানেও বেশ কিছু দিন পর সংক্রমণের হার এক শতাংশের ওপরে উঠে গিয়েছে, এটা কিছুটা চিন্তায় রাখছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
করোনা নির্দেশিকার মেয়াদ বেড়ে ৩১ মার্চ, সমস্ত রাজ্যকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ কেন্দ্রের
দেশ
মার্চ-এপ্রিলে ভোট পশ্চিমবঙ্গে, ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর
জয় শুধু নিশ্চিত নয়, দেখার মতো ভোটে জিতবে বিজেপি, বললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান!

খবর অনলাইন ডেস্ক: ২৭ মার্চ থেকে বিধানসভা ভোট শুরু পশ্চিমবঙ্গে। ২৯ এপ্রিল অষ্টম দফার ভোট শেষে ফলাফল আগামী ২ মে। তবে তার আগেই ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে বসলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)।
তিনি বলেন, শুধু যে বিজেপি জিতবে তাই নয়, দেখার মতো জয় পাবে গেরুয়া শিবির। আরও বলেন, আগামীকাল তিনি পশ্চিমবঙ্গে ‘পরিবর্তন যাত্রা’য় অংশ নেবেন।
শনিবার ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চৌহান বলেন, “আগামীকাল পরিবর্তন যাত্রায় অংশ নিতে আমি আজ রাতে কলকাতায় পৌঁছে যাব। এই কর্মসূচির অংশ হিসাবে আমি সেখানে তিনটি জনসভায় বক্তৃতা করব”।
তাঁর কথায়, “পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। সেখানে বিজেপির ঢেউ রয়েছে। যে কারণে মমতাদিদিও আতঙ্কিত এবং ক্ষিপ্ত”।
তিনি বলেন, দেখার মতো জয় পেয়ে বাংলার আগামী সরকার গড়বে বিজেপি। সেখানকার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অপশাসনে’ বিরক্ত।
আরও পড়তে পারেন: বিধানসভা নির্বাচন ২০২১: জানুন আপনার কেন্দ্রে কবে ভোট
-
দেশ1 day ago
পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট, কলকাতায় ভোট ২৬ ও ২৯ এপ্রিল
-
কলকাতা3 days ago
শুধু দড়ি বেঁধে ম্যানহোলের কাজ করতে নেমে কুঁদঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ শ্রমিক
-
প্রযুক্তি3 days ago
সোশ্যাল, ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ কেন্দ্রের
-
প্রযুক্তি2 days ago
আরবিআই-এর নতুন নির্দেশিকা, ঝক্কি বাড়বে ডেবিট, ক্রেডিট কার্ড লেনদেনে!