Homeখবরদেশদিল্লিতে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, কী বলল বিদেশ মন্ত্রক?

দিল্লিতে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, কী বলল বিদেশ মন্ত্রক?

প্রকাশিত

দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠক ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে। শুক্রবার আফগান দূতাবাসে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়, এবং শুধুমাত্র কয়েকজন পুরুষ সাংবাদিককেই অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।

এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ঠিক কয়েক ঘণ্টা আগে মুত্তাকির ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর। কিন্তু যা নজর কাড়ল, তা তাঁর বক্তব্য নয়—বরং সাংবাদিক বৈঠকে মহিলাদের সম্পূর্ণভাবে বাদ দেওয়া। এই দৃশ্য যেন তালিবান শাসনের পুরনো বাস্তবকেই মনে করিয়ে দিল, যেখানে নারীর উপস্থিতি বারবার অস্বীকার করা হয়েছে।

সূত্রের খবর, আমন্ত্রণ তালিকা তৈরি করেছিলেন মুত্তাকির সঙ্গে থাকা তালিবান কর্মকর্তারা। ভারতের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল, যাতে মহিলা সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়, কিন্তু সেই প্রস্তাব তালিবান প্রতিনিধিদল প্রত্যাখ্যান করে।

এর পর থেকেই দেশজুড়ে প্রতিক্রিয়ার ঝড়।

প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদম্বরম এক্সে লেখেন, “আমি হতবাক যে মহিলা সাংবাদিকদের ওই বৈঠক থেকে বাদ দেওয়া হয়েছে। আমার মতে, পুরুষ সাংবাদিকদের উচিত ছিল প্রতিবাদে সেই বৈঠক ত্যাগ করা।”

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে লেখেন, “প্রধানমন্ত্রী @narendramodiজি, দয়া করে ব্যাখ্যা করুন, কেন তালিবান প্রতিনিধির সাংবাদিক বৈঠক থেকে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়া হল। যদি আপনার নারী-অধিকার স্বীকৃতি শুধুই ভোটের সময়কার প্রতিশ্রুতি না হয়, তবে কীভাবে এই অপমান ভারতে ঘটল? এই দেশ তার নারীদের গর্ব করে, আর আজ তাঁদেরই অপমান করা হল।”

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও তীব্র ভাষায় নিন্দা করেন, “তালিবান মন্ত্রীকে মহিলা সাংবাদিক বাদ দিতে দিয়ে ভারত সরকার দেশের প্রতিটি মহিলাকে অপমান করেছে। একেবারে লজ্জাজনক ও কাপুরুষোচিত আচরণ।”

ঘটনার পর ভারতের বিদেশ মন্ত্রক (MEA) স্পষ্ট করে জানায়, “মুত্তাকির ওই সাংবাদিক বৈঠক আফগান দূতাবাসে অনুষ্ঠিত হয়েছিল, তাতে ভারতের কোনও ভূমিকা ছিল না।”

যখন মুত্তাকিকে আফগানিস্তানে মহিলাদের অধিকার নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “প্রতিটি দেশের নিজস্ব রীতি, আইন ও মূল্যবোধ আছে। সেগুলির প্রতি সম্মান থাকা উচিত।”

তিনি আরও দাবি করেন, “তালিবান ক্ষমতায় আসার আগে প্রতিদিন ২০০ থেকে ৪০০ জন মারা যেত। এখন সেই অবস্থা নেই। দেশে আইন চলছে, সবাই তাদের অধিকার পাচ্ছে। যারা ভ্রান্ত প্রচার করছে, তারা ভুল করছে।”তালিবান সরকারের সমালোচকরা বলছেন, মুত্তাকির এই বক্তব্য আফগান নারীদের উপর চলা নিপীড়নের বাস্তবতা ঢাকতে ব্যর্থ। একদিকে তিনি শান্তি ও উন্নতির দাবি তুলেছেন, অন্যদিকে তাঁর নিজস্ব প্রেস কনফারেন্স থেকেই মহিলা সাংবাদিকদের বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে দিয়েছে, আফগানিস্তানে “শান্তি” মানে এখনো নারী-নিঃশব্দ এক সমাজ

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...

এইচএমআই-তে উদ্বোধন, সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউটের উদ্যোগে পেন্টাথেলন প্রতিযোগিতার সূচনা সান্দাকফু থেকে

খবর অনলাইন ডেস্ক: সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট ২০২৫ সালে আবার তাদের অনন্য ও চ্যালেঞ্জিং পেন্টাথেলন...

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন

জেএনইউ ছাত্রসংসদ নির্বাচনে বাম ঝড়, চারটি পদই বাম ঐক্যের দখলে

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে আবার বাম ঐক্যের জয়জয়কার। চারটি মূল...

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।