tea in train toilet water

ওয়েবডেস্ক: এখনও ভাগাড়ের মাংসের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি মানুষ, ইতিমধ্যে নতুন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ট্রেনে শৌচাগারের জলে তৈরি হচ্ছে চা। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ঠিকাদার সংস্থার থেকে বিশাল অঙ্কের জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ।

গত কয়েক দিন ধরেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ঠিকাদার সংস্থার এক কর্মী চা এবং কফির ক্যান নিয়ে শৌচাগার থেকে বেরিয়ে আসছেন। মনে করা হচ্ছে শৌচাগারের জল মেশানো হয়েছে চা এবং কফিতে।

গত ডিসেম্বরে চেন্নাই সেন্ট্রাল-হায়দরাবাদ চারমিনার এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটেছিল। এই ভিডিও-এর পরিপ্রেক্ষিতে ঠিকাদার সংস্থাকে এক লক্ষ টাকা জরিমানা করেছে দক্ষিণ মধ্য রেল। একটি বিবৃতিতে দক্ষিণ মধ্যে রেল বলেছে, “হায়দরাবাদ-কাজিপেট বিভাগের ঠিকাদার পি শিবপ্রসাদের বিরুদ্ধে তদন্ত হয়েছে। ঘটনায় যে তাঁর কর্মীরাই জড়িত সেটাও প্রমাণিত হয়ে গিয়েছে। ওই ঠিকাদার সংস্থাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তাদের লাইসেন্সও বাতিল করা হয়েছে।”

দেখুন সেই ভিডিও-

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here