বেঙ্গালুরু: ‘যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে’। হৃদয়ের পরিবর্তে চাঁদের বুকে নাম লেখার কথা তখন কল্পনাও করা যেত না। কিন্তু এখন যায়। আর কল্পনাকে বাস্তব করতেও উঠে পড়ে লেগেছে বেঙ্গালুরুর বেসরকারি সংস্থা টিমইন্ডাস। চলতি বছরের ডিসেম্বর মাসেই চাঁদের মাটিতে পা রাখার কথা টিমইন্ডাসের মহাকাশযানের। এটাই ভারতের প্রথম বেসরকারি চন্দ্র অভিযান।
চাঁদ নিয়ে মানুষের আবেগ, গান, সাহিত্য, রহস্যের শেষ নেই। এ বার তার বুকেই পৌঁছে যেতে পারে আপনার নাম। মাত্র ৫০০ টাকা দিলেই আপনার নাম লেখা থাকবে ছোট্ট এক অ্যালুমিনিয়াম পাতে, যে পাত কিনা চন্দ্রযানে চেপে সরাসরি গিয়ে নামবে চাঁদের বুকে। আর চাঁদের বুকে সে নাম থেকে যাবে চিরকাল। কারণ নাম ক্ষয়ে যাওয়ার জন্য দায়ী যে আবহাওয়া, চাঁদে তা অনুপস্থিত। সংস্থার কর্তৃপক্ষের ধারণা, চন্দ্র অভিযানের বিপুল খরচের বেশ খানিকটা উঠে আসতে পারে এই ভাবে।
Want your name on the Moon?India’s TeamIndus can perhaps get it done for u.https://t.co/JXRDxRee0p
— Syed Akbaruddin (@AkbaruddinIndia) January 22, 2017
সংস্থার পক্ষ থেকে শিলিকা রবিশঙ্কর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “এর পর যখন চাঁদে মানুষের নিয়মিত যাতায়াত শুরু হবে, হয়তো অনেকেরই চোখে পড়ে যাবে এই পাত। কেউ কেউ খুঁজে পেতে পারেন তাঁর পূর্বপুরুষের নাম।”
টিমইন্ডাসের এই চন্দ্র অভিযানে সাহায্য করবে ইসরো। মহাকাশযান পাঠানোর পিএসএলভি রকেট দেবে তারাই।