Homeখবরদেশতেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪,...

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

প্রকাশিত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় সোমবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভারী পাথর বোঝাই একটি দ্রুতগামী লরি রাজ্য পরিবহন নিগমের (RTC) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে লরির বোঝাই করা নুড়ি-পাথর বাসের উপরে পড়ে যায়, এবং মুহূর্তের মধ্যেই বাসের সামনের অংশ পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান RTC বাসের চালক এবং লরির চালক, সঙ্গে আরও বেশ কয়েকজন যাত্রী। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। পুলিশ ও দুর্যোগ ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছে পৃথিবীমুভার (earthmover) দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চালায়।

আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় চেভেল্লা সরকারি হাসপাতালে, এবং যাঁদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের স্থানান্তর করা হয় গান্ধী হাসপাতাল ও উসমানিয়া হাসপাতালে। মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডির নির্দেশে সেখানে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন এবং দ্রুত উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দেন। তিনি রাজ্যের মুখ্যসচিবকে সংশ্লিষ্ট সমস্ত দফতরের সঙ্গে সমন্বয় রেখে সচিবালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন, যাতে পরিস্থিতির ওপর নজর রাখা যায়।

রাজ্যের পরিবহন মন্ত্রী পোন্নম প্রভাকর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি রঙ্গা রেড্ডি জেলার জেলা প্রশাসককে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বলেন এবং RTC-র আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দেন।

দুর্ঘটনার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা প্রভাবিত হয়েছেন এবং তাঁদের পরিবারকে আমি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেছেন, মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি ও ভারী বোঝাই লরির ভারসাম্য হারানোর ফলেই এই বিপর্যয় ঘটে।

রঙ্গা রেড্ডির এই দুর্ঘটনা গোটা তেলঙ্গানায় শোকের ছায়া ফেলেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ৮ জনের মৃত্যু, আহত অন্তত ৩

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

আরও পড়ুন

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ৮ জনের মৃত্যু, আহত অন্তত ৩

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...