দেশ
নেপাল পুলিশের গুলিতে নিহত এক ভারতীয়, সীমান্তে উত্তেজনা
এর আগেই এই ধরনের ঘটনা ঘটেছে সীমান্তে।


খবরঅনলাইন ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত-নেপাল সীমান্ত। নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশের পিলিভিটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী এবং সশস্ত্র সীমা বল (এসএসবি) জওয়ানরা। নিহতের নাম গোবিন্দ সিংহ (২৬)। এই ঘটনায় এখনও নিখোঁজ আরও ১ যুবক।
পিলভিটের পুলিশ সুপার জয়প্রকাশ জানিয়েছেন, নেপাল সীমান্ত লাগোয় উত্তরপ্রদেশের পিলভিটের হাজারা থানা এলাকার রাঘবপুরী টিলা নম্বর ৪ গ্রাম থেকে গোবিন্দ সিংহ, গুরমিত সিংহ এবং পাপ্পু সিংহ নামক তিন বন্ধু নেপালের বেলোরি বাজারে কিছু কাজের জন্য গিয়েছিলেন।
কাজ সেরে বাড়ি ফেরার সময় কোনো বিষয় নিয়ে ওই তিন জনের বচসা হয় বলে জানা গিয়েছে। তখনই নেপাল পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন গোবিন্দ। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
গোবিন্দর দুই সঙ্গীর মধ্যে এক জন এখনও নিখোঁজ। অন্য জন কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে ভারতে ফিরে আসেন বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্তলাগোয়া গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁরা সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে গ্রামবাসীদের শান্ত করেন। পুলিশ জানিয়েছে, যে যুবক ফিরে এসেছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে সেখানে ঠিক কী হয়েছিল। কী থেকে বচসার সূত্রপাত— সব কিছু জানার চেষ্টা চলছে। পাশাপাশি, নেপাল পুলিশের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
তবে এই প্রথম নয়, গত বছরের জুনে ভারত-নেপাল সীমান্তলাগোয়া বিহারের সীতামঢ়ী জেলার মাহোবা গ্রামের এক কৃষকের মৃত্যু হয় নেপাল পুলিশের গুলিতে। আহত হন আরও ৩ জন। এসএসবি সূত্রে জানা গিয়েছিল, লালবন্দি-জানকীনগর পঞ্চায়েত এলাকায় আন্তর্জাতিক সীমান্তে এসে ভারতীয় কৃষকদের চাষের কাজে বাধা দেয় নেপাল পুলিশের কয়েক জন অফিসার।
এই থেকে কৃষকদের সঙ্গে বচসা শুরু হয়। এবং আচমকা গুলি চালাতে শুরু করে নেপাল পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকাশকুমার রাই নামে এক কৃষকের। আরও এক কৃষককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে নেপাল পুলিশের বিরুদ্ধে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
দলিত যুবককে বিয়ে, আদালতের দেওয়া নিরাপত্তা সত্ত্বেও মেয়েকে খুন করল বাবা
দেশ
ফের লকডাউনের আশঙ্কায় ভীত-সন্ত্রস্ত অভিবাসী শ্রমিকরা, কন্ট্রোল রুমে ফোনের পর ফোন ঝাড়খণ্ডে
গত বছরের মতো সম্পূর্ণ লকডাউন হতে পারে কি? যদি তা জারি হয়, তা হলে রাজ্য সরকার তাঁদের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে?


খবর অনলাইন ডেস্ক: সারা দেশে নতুন করে ভয়াবহ রূপ নিচ্ছে করোনাভাইরাস সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই কড়া বিধিনিষেধ জারি করেছে বেশ কয়েকটি রাজ্য। এমন পরিস্থিতিতে ফের লকডাউনের আশঙ্কায় ভীত-সন্ত্রস্ত ঝাড়খণ্ড থেকে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা।
পরিস্থিতি মোকাবিলায় অভিবাসী শ্রমিকদের সুবিধায় কন্ট্রোল রুম খুলেছে ঝাড়খণ্ড সরকার। দায়িত্বে থাকা এক সরকারি আধিকারিক জানিয়েছেন, তাঁদের কাছে আসা ফোনের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ঝাড়খণ্ডের একটা বিশাল অংশের মানুষ অন্য রাজ্যে রয়েছেন। তার উপর করোনার সংক্রমণ রুখতে আংশিক লকডাউন জারি হয়েছে একাধিক রাজ্যে।
সংবাদ সংস্থা এএনআই-এর কাছে কন্ট্রোল রুমের প্রধান শিখা পঙ্কজ বলেন, “ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের কাছ থেকে আমরা প্রচুর ফোন পাচ্ছি। তাঁরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। কী করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। একাংশের অভিবাসী শ্রমিক জানিয়েছেন, তাঁরা ফিরে আসছেন। বেশির ভাগ শ্রমিক রয়েছেন মহারাষ্ট্র, ছত্তীসগঢ় এবং মহারাষ্ট্রে”।
গত বছরে করোনা মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছিল লকডাউন। সেই ভয়ঙ্কর দুর্দশার কথা ভুলবার নয়। সেই আতঙ্কই এখনও তাড়া করে বেড়াচ্ছে অভিবাসী শ্রমিকদের। ওই আধিকারিক বলেন, “অভিবাসী শ্রমিকরা জানতে চাইছেন সম্পূর্ণ লকডাউন হতে পারে কি না। যদি তা জারি হয়, তা হলে রাজ্য সরকার তাঁদের জন্য কী ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে”।
ঝাড়খণ্ড রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে, আতঙ্কগ্রস্ত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে অভিবাসী শ্রমিকদের। সরকার তাঁদের জন্য পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। তাঁরা যদি আটকে পড়েন, রাজ্য সরকার তাঁদের ফেরানোর ব্যবস্থা করবে। কিন্তু এখনই তাঁদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। গত বছরের লকডাউনের মতো পরিস্থিতির মুখে পড়তে হবে না। যে যেখানে আছেন, স্থানীয় কর্তৃপক্ষের নিয়মগুলো যেন মেনে চলেন।
ঝাড়খণ্ড সরকার অভিবাসী শ্রমিকদের জন্য ছ’টি ল্যান্ডলাইন এবং পাঁচটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে। নম্বরগুলি হল 0651-2481055, 0651-2480058, 0651-2480083, 06512482052, 0651-2481037, 0651-2481188 (ল্যান্ডলাইন) এবং 9470132591, 9431336427, 9431336398, 9431336472, 9431336432 (হোয়াটসঅ্যাপ)।
আরও পড়তে পারেন: Corona Update: এই প্রথম দেশে একদিনে সক্রিয় রোগীর সংখ্যায় এক লক্ষের ওপর বৃদ্ধি, একমাত্র স্বস্তি কম মৃত্যুহার
দেশ
এ বার ঘরে ঘরে কোভিড টিকা দেওয়ার প্রস্তুতি, ৪৫ বছরের কম বয়সিরাও ভ্যাকসিন পেতে পারেন
ঘরে ঘরে করোনা টিকা! যে কোনো বয়সি মানুষকেই টিকা দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের।


খবর অনলাইন ডেস্ক: কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের পর দেশে এসেছে করোনার আরও একটি ভ্যাকসিন, স্পুটনিক-ভি। নতুন ভ্যাকসিন চলে আসার পরেই এ বার ঘরে ঘরে টিকা পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
দেশের একাধিক সংস্থা ঘরে ঘরে টিকা পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে যোগাযোগও করেছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিন মাসের মধ্যে দেশের বৃহত্তর অংশের টিকাকরণ
করোনার ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যেই দেশে টিকাকরণ প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। গত ১৬ জানুয়ারি টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পর এখনও পর্যন্ত ১০ কোটিরও বেশি লোককে টিকা দেওয়া হয়েছে। স্পুটনিক-ভি ভ্যাকসিন ব্যবহারের জন্য অনুমোদনের পর এ বার টিকা নিয়ে ঘরে ঘরে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় সরকার আগামী তিন মাসের মধ্যে দেশের বৃহত্তর একটি অংশকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিকের মতে, ওই পরিকল্পনায় ৪৫ বছরের কম বয়সিদের জন্যেও টিকা দেওয়ার অনুমতি দেওয়ার চিন্তাভাবনা চলছে।
অনেকগুলি ওষুধ সংস্থাও এ ধরনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্যমন্ত্রককে। সংস্থাগুলি প্রস্তাবে বলেছে, মানুষের ঘরে ঘরে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কর্মসূচিতে তারাও শামিল হতে আগ্রহী। তবে ঘরে ঘরে টিকা পৌঁছে দিতে সংস্থাগুলি মাথা পিছু ২৫-৩৭ টাকা নেওয়ার কথাও জানিয়েছে।
এখনও পর্যন্ত অনুমতি পায়নি কোনো সংস্থা
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনো সংস্থাকেই এ ধরনের অনুমতি দেওয়া হয়নি। সাধারণ মানুষকে যদি ঘরে বসে ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করা হয়, তবে প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রক শুধুমাত্র নিজের সরকারি নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমেই এ কাজ করবে।
স্বাস্থ্যমন্ত্রকের সূত্র আরও জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই দেশের প্রাপ্তবয়স্কদের টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাবে। এ জন্য কেন্দ্রীয় সরকারের যে পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল তা যথাযথ ভাবে নেওয়া হয়েছিল।
আগামী কয়েক মাসে আরও কয়েকটি নতুন ভ্যাকসিন ব্যবহারে অনুমতি দেওয়া হবে। শীঘ্রই দেশের চাহিদা অনুযায়ী যে কোনো বয়সি মানুষকেই টিকা দেওয়ার পরিকল্পনা শুরু করা হবে।
আরও পড়তে পারেন: Covid-19 Vaccine: অক্টোবরের মধ্যে আরও ৫টি কোভিড ভ্যাকসিন পাচ্ছে ভারত!
দেশ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা পজিটিভ
মুখ্যমন্ত্রী যোগী নিজে টুইট করে তাঁর করোনা পজিটিভি হওয়ার খবর জানিয়েছেন।


খবর অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারী ছাড় দিল না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষা হয়। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মুখ্যমন্ত্রী সেলফ-আইসোলেশনে রয়েছেন।
মুখ্যমন্ত্রী যোগী নিজে টুইট করে তাঁর করোনা পজিটিভি হওয়ার খবর জানিয়েছেন। এর আগে তাঁর অফিসের এক আধিকারিক, অতিরিক্ত মুখ্য সচিব এবং ব্যক্তিগত সচিবের করোনা হয়। এর পর থেকে তিনি যথেষ্ট সচেতন ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল। বুধবার তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে একাধিকবার রাজ্যে প্রচারে আসেন যোগী আদিত্যনাথ।
টুইটে তিনি জানিয়েছেন, ‘‘করোনার প্রাথমিক লক্ষণগুলি নজরে আসায় আমি পরীক্ষা করাই। সেই পরীক্ষায় আমার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আমি চিকিৎসকদের পরামর্শ মতো সমস্ত ব্যবস্থা নিয়েছি এবং বাড়িতে সেলফ আইসোলেশন থাকছি।’’ লখনউ-এর বাড়িতেই তিনি থাকছেন।
এর পাশাপাশি, যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদেরও করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেন যোগী।
আরও পড়তে পারেন : বেসরকারি অফিসেও দেওয়া যাবে কোভিড-টিকা, সিদ্ধান্ত রাজ্যের
-
দেশ2 days ago
Vaccination Drive: এসে গেল তৃতীয় টিকা, স্পুটনিক ফাইভে অনুমোদন দিয়ে দিল কেন্দ্র
-
দেশ2 days ago
Sputnik V: এপ্রিলের শেষে ভারতের বাজারে চলে আসবে টিকা, জানাল রাশিয়া
-
প্রযুক্তি1 day ago
বাড়ির কাছাকাছি রেশন দোকান কোনটা, খুব সহজেই জেনে নিতে পারেন ‘মেরা রেশন’ মোবাইল অ্যাপ থেকে
-
রাজ্য1 day ago
Bengal Polls 2021: এ বার অনুব্রত মণ্ডলকে শোকজ নোটিশ নির্বাচন কমিশনের