নয়াদিল্লি: বৃহস্পতিবার ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে যৌথ কমিটির মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব গৃহীত হল লোকসভায়। যৌথ কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের প্রস্তাবিত প্রস্তাব অনুযায়ী, ২০২৫ সালের বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত কমিটির রিপোর্ট পেশের সময়সীমা বাড়ানো হয়েছে।
লোকসভায় এই প্রস্তাবটি ধ্বনিভোটে পাস হয়। উল্লেখ্য, গত ৮ আগস্ট সংসদে ওয়াকফ (সংশোধনী) বিল পেশ করার পর বিরোধী পক্ষের আপত্তির জেরে বিলটি যৌথ কমিটিতে পাঠানো হয়েছিল। কমিটির মেয়াদ বৃহস্পতিবারই শেষ হওয়ার কথা ছিল।
বিলের ভবিষ্যৎ নিয়ে পার্লামেন্টের প্রথা অনুযায়ী, এটি বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেই বিবেচনা ও পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম পর্বে সাধারণত অর্থনৈতিক সমীক্ষা এবং কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা হয়।
কমিটির মেয়াদ বৃদ্ধির প্রস্তাবটি নিয়ে বিরোধী পক্ষের মধ্যে অসন্তোষ দেখা গেছে। কমিটির সদস্য কংগ্রেসের গৌরব গগৈ, ডিএমকের এ রাজা, আপের সঞ্জয় সিং এবং তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, চেয়ারম্যান পালের নেতৃত্বে নিয়মাবলি মেনে কাজ হচ্ছে না। তাঁরা জানান, প্যানেল চেয়ারম্যান ২৯ নভেম্বরের মধ্যেই রিপোর্ট জমা দিতে চেয়েছিলেন, যা তাঁরা সমর্থন করেননি।
বিরোধী সদস্যরা সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে মেয়াদ বৃদ্ধির আবেদন জানান। তাঁরা স্পিকারকে একটি চিঠি দিয়ে উল্লেখ করেন, যৌথ কমিটি মোট ২৫টি বৈঠক করেছিল, যার মধ্যে অনেক বৈঠকে “অপ্রাসঙ্গিক” সংস্থার উপস্থাপনা ছিল।
প্রসঙ্গত, ওয়াকফ আইনে প্রয়োজনীয় পরিবর্তনের উদ্দেশ্যে গত অধিবেশনের শেষ পর্বে সংশোধিত ওয়াকফ বিল এনেছিল মোদী সরকার। বিতর্কিত বিষয় হওয়ায় বিলটি তৎক্ষণাৎ জেপিসি-তে পাঠিয়ে দেন স্পিকার ওম বিড়লা। কমিটির মেয়াদ ছিল তিন মাসের, যা আগামী ২৯ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সব পক্ষের বক্তব্য শোনা হয়নি, এই যুক্তিতে কমিটির মেয়াদ বাড়ানোর দাবিতে সরব ছিলেন বিরোধীরা।