অস্ট্রেলিয়ার সংবাদপত্র ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ ‘স্করপেন’ সংক্রান্ত আরও কোনও খবর যেন প্রকাশ না করা হয়, সে ব্যাপারে নির্দেশ দিল সে দেশের একটি আদালত। ডিসিএনএস নামক যে ফরাসি সংস্থা ‘স্করপেন’ সাবমেরিনের নকশা তৈরি করেছে, তাদের করা মামলাতেই সোমবার এই রায় দিয়েছে আদালত।
‘দ্য অস্ট্রেলিয়ান’ জানিয়েছিল, মঙ্গলবার তাদের পত্রিকায় ‘স্করপেন’ সংক্রান্ত আরও কিছু তথ্য প্রকাশ করা হবে। কিন্তু আদালতের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে সংবাদপত্রটি জানিয়ে দিয়েছে, এই তথ্য প্রকাশ করা থেকে বিরত থেকেছে তারা। প্যারিসে একটি বিবৃতে ডিসিএনএস জানিয়েছে, “আমাদের তরফ থেকে ‘অস্ট্রেলিয়ান’-এর কাছে দাবি জানানো হয়েছিল যে তারা যেন প্রকাশিত ‘স্করপেন’ সংক্রান্ত প্রকাশিত সমস্ত কিছু মুছে দেয়, আর ভবিষ্যতে যেন এই ব্যাপারে কিছু আর প্রকাশ না করে”। রবিবার সংস্থার আইনজীবী বলেছিলেন যে সংবাদপত্রে এত ‘গুরুত্বপূর্ণ নথি’ প্রকাশ হওয়ার ফলে সংস্থার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, এই ফরাসি সংস্থাটির তৈরি করা নকশা অনুযায়ী মুম্বইয়ের মাজাগাঁও বন্দরে ছ’টি স্করপেন সাবমেরিন তৈরি হচ্ছে। এই সংক্রান্ত প্রায় ২০,০০০ পাতার একটি নথি প্রকাশ্যে চলে আসায় বিপাকে পড়ে মোদী সরকার।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।