Lok Sabha Election 2019

ওয়েবডেস্ক: আগামী লোকসভা নির্বাচনে বিজেপি-বিরোধী জোটপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ‌)-এর প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার। জানা গিয়েছে, জেএনইউর প্রাক্তন ছাত্র সংসদ সভাপতি আগামী লোকসভা নির্বাচনে বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সে ক্ষেত্রে তিনি কংগ্রেস, আরজেডি এবং বামদলগুলির সমর্থন পেতে চলেছেন বলেই ধারণা করা হচ্ছে।

জি নিউজে প্রকাশিত একটি সংবাদে দাবি করা হয়েছে, কানহাইয়া চাইছেন সিপিএমের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে। কারণ, ২০১৯-এ বিজেপি-বিরোধী মহাজোটে বিহারে কংগ্রেস-আরজেডি আসন বণ্টন প্রায় নিশ্চিত। সে ক্ষেত্রে বামপন্থায় বিশ্বাসী সিপিএমের হয়ে প্রার্থী হলে ওই দুই দলের সমর্থন আদায়ও এক প্রকার নিশ্চিত।

Kanhaiya Kumar

ইতি মধ্যেই কানহাইয়া রাজদ্রোহের মামলায় অভিযুক্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফেও তাঁকে ১০ হাজার টাকার আর্থিক জরিমানা করা হয়েছিল। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাপিয়ে দেওয়া আর্থিক জরিমানাকে বেআইনি আখ্যা দেয়। উল্লেখ্য, ২০১৬ সালে আফজল গুরুর ফাঁসির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে জমায়েত সংগঠনের অভিযোগে ওই মামলা চলছে আদালতে।


আরও পড়ুন: ‘দখল’ হয়ে যাওয়া পার্টি অফিস ফিরল তৃণমূলের হাতে

যদিও এমন সংবাদের নেপথ্যে বিশেষ কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিজেপি-বিরোধী জোটের সম্ভাবনা থাকলেও আসন সমঝোতা নিয়ে এখনও পর্যন্ত প্রাথমিক কোনো আলোচনা হয়নি। ফলে এখন থেকেই কী ভাবে নির্দিষ্ট আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নেওয়া সম্ভব, প্রশ্ন তুলছে তারা।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন