Homeখবরদেশহাথরস পদপিষ্ট-কাণ্ড গেল সুপ্রিম কোর্টে, শুনানি শুক্রবার

হাথরস পদপিষ্ট-কাণ্ড গেল সুপ্রিম কোর্টে, শুনানি শুক্রবার

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: হাথরস পদপিষ্ট-কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে যে রিট আবেদন জমা দেওয়া হয়েছে, তা নিয়ে আগামী শুক্রবার শুনানি হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মঙ্গলবার ‘মৌখিক ভাবে উল্লেখ করা’র সময় সুপ্রিম কোর্টকে জানান, ‘হাথরস পদপিষ্টে মৃত্যুর মামলা’টি বিচারবিভাগীয় শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি শুক্রবার শুনানির দিন ধার্য করেছে।

হাথরসের মর্মান্তিক ঘটনার তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি এক রিট আবেদন দাখিল করেন। ওই রিট আবেদনেরই শুনানি হবে শুক্রবার ১২ জুলাই।

আবেদনকারী দাবি জানিয়েছেন, ঘটনা সম্পর্কে একটা স্ট্যাটাস রিপোর্ট পেশ কোর্টে হবে উত্তরপ্রদেশ সরকারকে এবং প্রশাসনিক অফিসার-সহ যাঁরা ওই ঘটনার দায়ী বলে চিহ্নিত হবেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট যাতে একটা গাইডলাইন তৈরি করে দেয়, তার জন্য আবেদনে অনুরোধ করা হয়েছে।

হাথরস ঘটনার তদন্তের জন্য গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) স্বঘোষিত ধর্মগুরু সুরজপাল সিং তথা ভোলে বাবার সৎসঙ্গে পদপিষ্ট-কাণ্ডের মূল কারণ হিসাবে মাত্রাতিরিক্ত ভিড়কেই চিহ্নিত করেছে।

আগরা জোনের অ্যাডিশনাল ডিরেক্টর অফ পুলিশ অনুপম কুলশ্রেষ্ঠ এবং আলিগড়ের ডিভিশনাল কমিশনার চৈত্র ভি-কে নিয়ে গঠিত ‘সিট’ মঙ্গলবার তাদের রিপোর্ট উত্তরপ্রদেশ সরকারের কাছে জমা দিয়েছে। রিপোর্টের বিস্তারিত এখনও জানা যায়নি। কিছু খবরে বলা হয়েছে, ‘সিট’ বলেছে স্বঘোষিত গডম্যান ও তাঁর সহযোগীদের এই মর্মান্তিক ঘটনা এড়ানো উচিত ছিল।  

গত মঙ্গলবার হাথরসে নারায়ণ সাকার হরি তথা ভোলে বাবার ধর্মসভায় পদপিষ্টের ঘটনায় ১২১ জনের মৃত্যু হয়, আহত হন বহু। এই ঘটনাকে কিছু সমাজবিরোধী মানুষের চক্রান্ত বলে দাবি করেছেন ভোলে বাবার আইনজীবী।

আরও পড়ুন

ছত্রে ছত্রে পুলিশ-প্রশাসনের গাফিলতি, হাথরাস কাণ্ডে তদন্ত রিপোর্ট জমা দিল সিট

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে