লখনউ: ধর্ষণের মামলায় অভিযুক্ত সমাজবাদী পার্টি নেতা ও প্রাক্তন মন্ত্রী গায়ত্রী প্রজাপতিকে জামিন মঞ্জুর করার জন্য অতিরিক্ত দায়রা বিচারক ওম প্রকাশ মিশ্রকে সাসপেন্ড করা হল। আদালত ওই বিচারকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছে। খবরে জানা গিয়েছ, বিচারপতি সুধীর আগরওয়াল ওই তদন্ত করবেন। বিচারকের সাসপেনসনের খবরের সত্যতা স্বীকার করেছেন রেজিস্ট্রার জেনারেল ডি কে সিং। নিম্ন আদালতের দেওয়া জামিনের আদেশ স্থগিত করে দেয় ইলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ।
প্রাক্তন সপা মন্ত্রীকে জামিন দিয়ে সাসপেন্ড হলেন বিচারক
0