নয়াদিল্লি: নোট বাতিল প্রসঙ্গে তিনি কিছু বললে ভূমিকম্প হবে, সাংবাদিকদের এমনই বললেন রাহুল গান্ধী। পাশাপাশি কেন্দ্র কেন সংসদে বিতর্ক এড়িয়ে যাচ্ছে সে ব্যাপারেও বিজেপিকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস সহ-সভাপতি।
শুক্রবার সংসদের অধিবেশনের প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, “সরকার বিতর্ক এড়িয়ে যাচ্ছে। আমাকে যদি নোট বাতিল প্রসঙ্গে কিছু বলতে বলা হয় তা হলে ভূমিকম্প হবে।”
৫০০ আর ১০০০ টাকার নোট বাতিলের ফলে কাজের কাজ কিছুই হয়নি, উল্টে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে, এমন দাবি করে রাহুল বলেন, “ভারতের ইতিহাসে এটা সব থেকে বড় কেলেঙ্কারি। প্রায় এক মাস হতে চলল আমরা সংসদে বিতর্ক চাইছি, কিন্তু সরকার তা করছে না।”
নোট বাতিল প্রসঙ্গে সংসদে কিছু না বলে কেন প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে সভা করছেন সে ব্যাপারেও তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি রাহুল। তাঁর কথায়, “নোট বাতিলের ব্যাপারে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন জায়গায় সভা করছেন কিন্তু লোকসভায় ভাষণ দিতে এত ভয় পাচ্ছেন কেন?”
অন্য দিকে, নোট বাতিলের ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি রাখা হয়েছে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।