Homeখবরদেশদিল্লির কোচিং সেন্টারে দুর্ঘটনা, বেসমেন্টে জলে ডুবে মৃত তিন আইএএস পরীক্ষার্থী, গ্রেফতার...

দিল্লির কোচিং সেন্টারে দুর্ঘটনা, বেসমেন্টে জলে ডুবে মৃত তিন আইএএস পরীক্ষার্থী, গ্রেফতার মালিক

প্রকাশিত

নয়াদিল্লি: দিল্লির পশ্চিম অঞ্চলের রাজেন্দ্র নগরে অবস্থিত রাও’স আইএএস স্টাডি সার্কল কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিনজন আইএএস পরীক্ষার্থী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভারি বৃষ্টির ফলে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকতে শুরু করে। এই দুর্ঘটনার ফলে তিনজন পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন, যারা সেখানে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

কোচিং সেন্টারের বেসমেন্টে দুর্ঘটনায় ওই সেন্টারের মালিক এবং কো-অর্ডিনেটরকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন, ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষবর্ধন। রাজেন্দ্র নগর থানায়কোচিং সেন্টারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রাজধানীর যে সব কোচিং সেন্টারে বেসমেন্টে পড়ানো হয়, সেই সব সেন্টারের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মেয়র শেলি ওবেরয়।

জানা গিয়েছে, কোচিং সেন্টারের বেসমেন্টে একটি লাইব্রেরি রয়েছে, যেখানে ৩০-৩৫ জন পড়ুয়া পড়াশোনা করছিলেন। দমকল বিভাগের সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার সময় তারা খবর পান যে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকতে শুরু করেছে এবং কিছু পড়ুয়া সেখানে আটকে পড়েছেন। দ্রুত উদ্ধারকাজ শুরু হয় এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও তাতে অংশ নেয়। তবে জলে আসবাবপত্র ভাসতে থাকায় উদ্ধারকাজে সমস্যা আরও বাড়ে। দড়ি দিয়ে টেনে কিছু পড়ুয়াকে উদ্ধার করা হলেও এই তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। প্রায় চার ঘণ্টা পর তাদের দেহ উদ্ধার হয়।

এই দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। দিল্লি সরকারের বিরুদ্ধে বিজেপি নেতৃত্ব দোষারোপ করেছে। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব ও নয়াদিল্লির সাংসদ বাঁশুরি স্বরাজের দাবি, দিল্লির আপ সরকারের চরম অবহেলার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। মন্ত্রী অতীশী ও স্থানীয় বিধায়ককে এর দায় নিতে হবে বলেও তারা দাবি করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় আপ বিধায়ক। এ প্রসঙ্গে দিল্লির রাজস্ব ও জল বোর্ড মন্ত্রী অতীশী জানান, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোচিং সেন্টারের বেসমেন্টে কেন লাইব্রেরি তৈরি করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ ইতিমধ্যে মামলা দায়ের করেছে এবং কোচিং সেন্টারের বাইরে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।

সাম্প্রতিকতম

এই সব করদাতাদের জিএসটিআর-৭ ফাইল করার জন্য কোনও লেট ফি লাগবে না

জিএসটি টিডিএস ফাইলিং: জিএসটিআর-৭ দাখিলের সময়সীমা পেরোলেও নেই জরিমানা, কিন্তু দায় এড়ানোর উপায় নেই জিএসটি...

স্ব-মূল্যায়নে সম্পত্তি কর নির্ধারণের সুবিধা এ বার রাজ্যের সব পুরসভায়

কলকাতার পর এবার রাজ্যের সব পুরসভায় চালু হতে চলেছে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতি। সেল্ফ অ্যাসেসমেন্টের মাধ্যমে নাগরিকেরা নিজেরাই নির্ধারণ করবেন সম্পত্তি কর।

স্মার্টফোনকে সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা করতে কী পরামর্শ কেন্দ্রীয় সরকারের

দিন দিন ভারতে বাড়ছে একের পর এক সাইবার জালিয়াতির ঘটনা। প্রতারকরা একের পর এক...

মাতৃত্বের সংজ্ঞা বদলাচ্ছে কাব্য, ভারতের প্রথম এআই মম ইনফ্লুয়েন্সার

প্রযুক্তির জগতে তুফান তুলে দিয়েছে কাব্য মেহরা। প্রযুক্তির সঙ্গে মানবিক শক্তির মেলবন্ধন ঘটিয়েছে কাব্য।...

আরও পড়ুন

চলতি অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করতে পারে মোদী সরকার, তীব্র বিতর্কের সম্ভাবনা

শীতকালীন অধিবেশনে কেন্দ্র আনতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। ঐক্যমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বিরোধীদের অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে ‘বিমা সখি যোজনা’, কী সুবিধা রয়েছে এই প্রকল্পে, কারা পাবেন

সোমবার (৯ ডিসেম্বর) হরিয়ানার পানিপথ থেকে ‘বিমা সখি যোজনা’ শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

দিল্লির ৪০টি স্কুলে ই-মেলে বোমার ‘ভুয়ো’ হুমকি, প্রেরককে খুঁজছে পুলিশ

দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোমা হুমকি ই-মেইল। পুলিশ তল্লাশির পর ভুয়ো বলে জানায়। তদন্ত চলছে হুমকি ই-মেইল প্রেরকের সন্ধানে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে