নয়াদিল্লি: দিল্লির পশ্চিম অঞ্চলের রাজেন্দ্র নগরে অবস্থিত রাও’স আইএএস স্টাডি সার্কল কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিনজন আইএএস পরীক্ষার্থী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভারি বৃষ্টির ফলে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকতে শুরু করে। এই দুর্ঘটনার ফলে তিনজন পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন, যারা সেখানে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
কোচিং সেন্টারের বেসমেন্টে দুর্ঘটনায় ওই সেন্টারের মালিক এবং কো-অর্ডিনেটরকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন, ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষবর্ধন। রাজেন্দ্র নগর থানায়কোচিং সেন্টারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। রাজধানীর যে সব কোচিং সেন্টারে বেসমেন্টে পড়ানো হয়, সেই সব সেন্টারের বিরুদ্ধে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মেয়র শেলি ওবেরয়।
জানা গিয়েছে, কোচিং সেন্টারের বেসমেন্টে একটি লাইব্রেরি রয়েছে, যেখানে ৩০-৩৫ জন পড়ুয়া পড়াশোনা করছিলেন। দমকল বিভাগের সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার সময় তারা খবর পান যে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকতে শুরু করেছে এবং কিছু পড়ুয়া সেখানে আটকে পড়েছেন। দ্রুত উদ্ধারকাজ শুরু হয় এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও তাতে অংশ নেয়। তবে জলে আসবাবপত্র ভাসতে থাকায় উদ্ধারকাজে সমস্যা আরও বাড়ে। দড়ি দিয়ে টেনে কিছু পড়ুয়াকে উদ্ধার করা হলেও এই তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। প্রায় চার ঘণ্টা পর তাদের দেহ উদ্ধার হয়।
I'm one of survivor of this horrible incident, within 10 min basement was filled it was 6.40 we called police and ndma's but they reach after 9 PM till then my 3 #UPSCaspirants mates lost their lives 😭 3 are hospitalized pray for them🙏
— Hirdesh Chauhan🇮🇳 (@Hirdesh79842767) July 28, 2024
who cares our life😭#RajenderNagar#upsc pic.twitter.com/hgogun1ehF
এই দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। দিল্লি সরকারের বিরুদ্ধে বিজেপি নেতৃত্ব দোষারোপ করেছে। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব ও নয়াদিল্লির সাংসদ বাঁশুরি স্বরাজের দাবি, দিল্লির আপ সরকারের চরম অবহেলার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। মন্ত্রী অতীশী ও স্থানীয় বিধায়ককে এর দায় নিতে হবে বলেও তারা দাবি করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় আপ বিধায়ক। এ প্রসঙ্গে দিল্লির রাজস্ব ও জল বোর্ড মন্ত্রী অতীশী জানান, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোচিং সেন্টারের বেসমেন্টে কেন লাইব্রেরি তৈরি করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ ইতিমধ্যে মামলা দায়ের করেছে এবং কোচিং সেন্টারের বাইরে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।
#WATCH | Delhi's Old Rajinder Nagar Coaching Centre Incident, Nivin Dalwin, a resident of Kerala's Ernakulam lost his life in the incident.
— ANI (@ANI) July 28, 2024
CPI(M) Rajya Sabha MP V Sivadasan says, " We have visited the spot of incident and spoke to the family members of the victim. This… pic.twitter.com/t40wIonnw3