IIT-bombay entrance

মুম্বই: কপালে ভাঁজ ফেলার মতোই খবর। এক বছরের মধ্যে মুম্বই আইআইটি-র তিন শিক্ষকের সন্তান আত্মহত্যা করল। সব শেষ আত্মহত্যার ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। আইআইটি-র  এক প্রফেসরের ১৭ বছরের ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সে একাদশ শ্রেণির ছাত্র।

তার ঘর থেকে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। তাতে সে জানিয়েছে, পড়াশোনার প্রচণ্ড চাপ ছিল, আর সেই চাপের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছিল না। তাই সে এই পথ বেছে নিয়েছে। ডিসিপি এনডি রেড্ডি জানিয়েছেন, ‘‘দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।’’

তার বাবা-মাও পুলিশকে জানিয়েছেন, গত কয়েক মাস ধরে পড়াশোনার কারণে সে মানসিক হতাশায় ভুগছিল।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি ওই অধ্যাপক চেন্নাই থেকে মুম্বই এসে আইআইটি-র ক্যাম্পাসে থাকছিলেন। নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছিল না ছেলেটি। তার পড়াশোনার ওপর এর প্রভাব পড়ছিল। এর জন্যই সে হতাশায় ভুগছিল বলে পুলিশ মনে করছে।

এ বছর জানুয়ারি মাসে আইআইটি-র আর এক শিক্ষকের ছেলে নিজেকে ছুরি মেরে আত্মহত্যা করে। তার বয়স ২০। জানা যায়, পরিবারের সঙ্গে বিবাদের কারণে সে আত্মহত্যার পথ বেছে নেয়। গত বছর এপ্রিল মাসে আর এক শিক্ষকের ১৭ বছরের মেয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

সংস্থার পক্ষে কেউ এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here