সেলফি তোলার অপরাধে ৩ পাইলট ৭ দিন বরখাস্ত

0

মাঝআকাশে ককপিটে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ওঁরা। তাই ইন্ডিগোর তিন পাইলটকে সাত দিনের জন্য বসিয়ে দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। উড়ন্ত বিমানে সেলফি তোলার প্রবণতা ক্রমশই বেড়ে চলেছে। এতে অন্য পাইলটরা অন্যমনস্ক হয়ে যেতে পারেন এবং তার ফলে যাত্রীদের জীবন বিপন্ন হতে পারে। তাই এই শাস্তিমূলক ব্যবস্থা।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)-এর পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কয়েক জন বিমানচালককে সতর্ক করে দেওয়া হয়েছে। জানা গেছে, কিছু দিনের মধ্যেই মাঝআকাশে উড়ন্ত বিমানে সেলফি তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে নীতি-নির্দেশিকা ঘোষণা করা হবে।

ইন্ডিগোর এক মুখপাত্র জানান, সেলফি তোলার ওই ঘটনা ঘটে দেড় বছর আগে। তারই জেরে সাত দিনের জন্য ওই তিন পাইলটের নাম রোস্টার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।   

এটাই এক মাত্র ঘটনা নয়। সুত্রের খবর , পাইলটদের ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমের প্রোফাইলে উড়ন্ত বিমানে বসে হাসিমুখে তোলা প্রচুর ছবি দেখা যায়।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন