rajdhani shatabdi fares to go down

ওয়েবডেস্ক: রেল দুর্ঘটনা ঘটেই চলেছে। ফুট ব্রিজের বদলে রেল লাইন পার হচ্ছিলেন হেঁটে। ঠিক তখনি এসে পড়ল ট্রেন। মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল তাজা ৪টে প্রাণ। সোমবার ভোর চারটের ঘটনা। এলাহাবাদের নৈনিতে রাজধানী এক্সপ্রেসের তলায় চাপা পড়ে ম্রিত্যু হল তিন মহিলা সহ একই পরিবারের চারজনের।

এলাহাবাদের ছোট চাকা গ্রাম থেকে দশেরার মেলা দেখে ফিরছিল পরিবারটি। সূত্রের খবর অনুযায়ী ভোর রাতে নৈনি স্টেশনের কাছে রেল লাইনের ওপর দিয়েই পার হচ্ছিলেন ব্রজকালি (৫৮), সুশীলা দেবী (৪৫), শিলু (১৮) এবং বিজয় কুমার (৩৮)। এমন সময় হঠাৎ করেই চলে আসে  ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here