বছরভর কোটি কোটি ভক্ত যান অন্ধ্র প্রদেশের তিরুপতির তিরুমালা মন্দিরে বালাজীকে দর্শন করতে। ভিড়ের মধ্যে দীর্ঘ সময় ধরে পুণ্যার্থীদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। দেব দর্শনে আসা ভক্তদের সুবিধার কথা ভেবে এবার তিরুপতির তিরুমালা মন্দিরে তিরুমালা তিরুপতি দেবস্থানম এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বেশি সময় ধরে একটানা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না পুণ্যার্থীদের। ভিড়ও নির্বিঘ্নে সামলানো যাবে।
দর্শনের পথে দর্শনের সময় এআই প্রযুক্তির সাহায্যে চলা ক্যামেরা বসানো থাকবে। ঢোকা, বেরনোর পথ ছাড়াও মন্দির চত্বরে বিভিন্ন জায়গায় বসানো হবে এআই প্রযুক্তির সাহায্যে চলা ক্যামেরা। তাতে ক’জন পুণ্যার্থী লাইনে দাঁড়িয়ে আছেন, বিশেষ দর্শন করতে চান ভিভিআইপি পুণ্যার্থী ক’জন আছেন, কেউ মাঝখানে লাইনে দাঁড়িয়েছেন কিনা, কাদের দর্শন হয়ে গেছে, এরকম রিয়েল টাইম তথ্য মিলবে। এতে দেব দর্শনের সময় কম লাগবে। বিভ্রান্তি কাটবে। অনেক সুষ্ঠু হবে সমস্ত ব্যবস্থা। এমনই আশা মন্দির কর্তৃপক্ষের।