অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে ভক্তদের ভিড়ে পদদলিত হয়ে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। ভক্তরা বৈকুণ্ঠ দ্বার দর্শনের টিকিটের জন্য ভিড় করলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন অনেকেই। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর দুঃখপ্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁর অফিস থেকে এক্সে (প্রাক্তন টুইটার) পোস্ট করা হয়, “তিরুপতি মন্দিরে পদদলনের ঘটনায় মর্মাহত। প্রিয়জনদের হারানোদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। অন্ধ্রপ্রদেশ সরকার ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সাহায্য করছে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোকপ্রকাশ করে এক্সে লেখেন, “তিরুপতি মন্দিরে পদদলনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি।”
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শোকবার্তায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কংগ্রেস কর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে আসার আহ্বান জানান।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন এবং জীবনের বাঁচানোর ওপর জোর দেন। এক্সে তিনি লেখেন, “তিরুপতি মন্দিরে পদদলনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। ভক্তদের মৃত্যুর ঘটনা আমাকে ভীষণভাবে বিচলিত করেছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
মন্দিরের প্রশাসন, তিরুমালা তিরুপতি দেবস্থানমস (TTD)-এর চেয়ারম্যান বি আর নাইডু জানান, মৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।
এআইএমআইএম প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং অন্যান্য নেতারাও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মর্মান্তিক এই ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।