ওয়েবডেস্ক: মঙ্গলবার শপথ নিয়েছিলেন যাদবপুর এবং বসিরহাটের দুই টলি-তারকা, তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান।
শপথ নেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা জানান মিমি। আশা প্রকাশ করে লিখেছেন, আগামী দিনেও সবাই পাশে থাকবেন তাঁর।
এ দিন তিনি সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে যাদবপুরের জন্য বেশ কিছু দাবি পেশ করেন। তিনি বলেন, তাঁর এলাকার বেশ কয়েকটি স্টেশনে লেভেল ক্রসিং নেই। এলাকার মানুষের এই দাবি বহুদিনের। এ নিয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হোক।
শপথ নেওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া পেজে বসিরহাটের মানুষের উদ্দেশে কৃতজ্ঞতা জানান নুসরতও। দৃঢ়তার সঙ্গে নিজের এলাকার মানুষের জন্য কাজের অঙ্গীকার করেন।
এ দিন সংসদে তিনিও বেশ কয়েকটি দাবি তুলেছেন। বলেন, “বসিরহাট সীমান্তবর্তী এলাকা হওয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২৪ ঘণ্টা কর্তব্যপালন করেন। রয়েছেন কয়েক হাজার অবসরপ্রাপ্ত সেনা, পাশাপাশি ৮০ শতাংশ মানুষের বাস গ্রামে। তপশিলি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের সন্তানকে বেসরকারি স্কুলে পাঠানোর ক্ষমতা নেই। আমার অনুরোধ বসিরহাট এলাকায় একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থাপন করুক সরকার”।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।