bengaluru techie

বেঙ্গালুরু: প্রতিবাদ তো অনেক রকমই হয়। কিন্তু তীব্র যানজটের প্রতিবাদ করার জন্য কাউকে ঘোড়ায় চড়ে অফিসে যেতে সম্ভবত কখনও দেখা যায়নি। এমনটাই করলেন বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী রুপেশ কুমার বর্মা।

শুক্রবারই নিজের সংস্থায় শেষ দিন ছিল বর্মার। এর পরে তিনি নিজের ব্যবসা চালু করবেন। শেষ দিনটা তাই অন্য রকম ভাবেই উদযাপন করলেন তিনি। বেঙ্গালুরুতে যানজটের সমস্যার কথা অনেকেই জানেন। তাতেই বিরক্ত হয়ে এই অভিনব উপায় বের করলেন তিনি।

তবে কোনো গাড়িতেই অফিস এলে ভালো করতেন রুপেশ। কারণ ঘোড়ায় চড়ে অফিস পৌঁছোতে তাঁর সময় লেগেছে পাক্কা সাত ঘণ্টা। তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন সকাল সাতটায়, অফিসে পৌঁছেছেন দুপুর দুটোয়।

রাজস্থানজাত বর্মা গত আট বছর ধরে কর্মরত বেঙ্গালুরুতে। দেখুন তাঁর সেই অভিনব কীর্তির ভিডিও।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here