খবর অনলাইন ডেস্ক: কাশ্মীর বেড়াতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনা। পহেলগাঁওয়ে লিডার নদীতে পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হল হুগলির এক বাসিন্দার। তাঁর নাম দেবব্রত ঘোষ।
স্থানীয় পর্যটন ব্যবসায়ী জুলফিকর আলি গোটা ঘটনাটির কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, শুক্রবার পহেলগাঁওয়ের বেতাব ভ্যালিতে সপরিবার গিয়েছিলেন হুগলির দাদপুর থানার অন্তর্গত মাকালপুরের বাসিন্দা দেবব্রতবাবু। সেখানেই লিডার নদীর ছবি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। তাঁর মাথায় চোট লাগে। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় বীজব্যবসায়ী ছিলেন দেবব্রতবাবু। শিবাইচণ্ডী স্টেশনের কাছে বিভিন্ন শস্যের বীজ বিক্রি করার একটি দোকান রয়েছে তাঁর। পরিবারে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই মেয়ে আছেন। এক মেয়ে বিবাহিতা। এই ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ দিকে জুলফিকর জানিয়েছেন, তাঁর পরিবারকে সব রকম ভাবে সহায়তা করার জন্য তিনি প্রস্তুত। তাঁর ফোন নাম্বারটাও তিনি সমাজমাধ্যমে দিয়ে দিয়েছেন। তাঁর নাম্বার ৭০০৬৮১২৭৬০।