Homeখবরদেশবিমানের ধাঁচে ট্রেনে আসন পছন্দের সুযোগ, বাড়তি ভাড়া গুনতে হবে? রয়েছে প্রশ্নও

বিমানের ধাঁচে ট্রেনে আসন পছন্দের সুযোগ, বাড়তি ভাড়া গুনতে হবে? রয়েছে প্রশ্নও

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

ট্রেন সফরও এবার পেতে চলেছে বিমানের ছোঁয়া। শীর্ষ রেল বোর্ড সূত্রে খবর, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ট্রেনে টিকিট বুকিংয়ের সময় যাত্রীরা নিজেদের পছন্দমতো আসন বেছে নেওয়ার সুযোগ পাবেন। বিমানের মতোই ‘সিট সিলেকশন’-এর এই নতুন সুবিধা আনতে প্রস্তুত রেল মন্ত্রক।

কিন্তু এই সুবিধা কতটা যাত্রীবান্ধব হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যাত্রীরা। বিমানে সিট বেছে নেওয়ার ক্ষেত্রে যেভাবে অতিরিক্ত টাকা গুনতে হয়, ট্রেনেও কি তেমনই কিছু হতে চলেছে? মঙ্গলবার থেকেই শর্তসাপেক্ষে রেলের ভাড়া বৃদ্ধি করেছে কেন্দ্র। তাই নতুন পরিষেবার আড়ালে যাত্রীদের কাছ থেকে বাড়তি রাজস্ব আদায়ের আশঙ্কা করছে অনেকেই।

যদিও, রেল বোর্ডের একাংশের দাবি, এই পরিকল্পনার উদ্দেশ্য কখনওই যাত্রীদের পকেটে অতিরিক্ত চাপ দেওয়া নয়। বরং, প্রযুক্তির মাধ্যমে যাত্রী পরিষেবা উন্নত করাই মূল লক্ষ্য। তাদের মতে, রেলের ভাড়া এখনও বিমানের তুলনায় অনেকটাই কম এবং নতুন পরিষেবার ক্ষেত্রে যাতে সাধারণ মানুষ আর্থিকভাবে বিপাকে না পড়েন, সেদিকে নজর থাকবে। মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের স্বার্থেই ট্রেন পরিচালনার নির্দেশ রয়েছে মোদি সরকারের তরফে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি রিজার্ভেশন সিস্টেমের উন্নয়ন এবং আসন সংরক্ষণের একাধিক বিষয়ে বৈঠক করেছেন। সেই বৈঠক থেকেই আসন বেছে নেওয়ার মতো পরিষেবার পরিকল্পনা গৃহীত হয়েছে বলে সূত্রের খবর।

এদিকে, সংরক্ষিত শ্রেণির যাত্রী তালিকা প্রকাশ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ৫টা থেকে দুপুর ২টার মধ্যে যেসব দূরপাল্লার ট্রেন ছাড়বে, সেগুলির প্রথম সংরক্ষিত তালিকা আগের রাত ৯টার মধ্যেই প্রকাশ করা হবে। অন্যদিকে, দুপুর ২টার পর এবং ভোর ৫টার আগে যেসব ট্রেন ছাড়বে, সেগুলির তালিকা ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে প্রকাশ পাবে। এতদিন এই সময়সীমা ছিল ৪ ঘণ্টা।

সব মিলিয়ে পরিষেবা উন্নয়নের লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রেল। তবে ‘নতুন সুবিধা’র খবরে যাত্রীদের মনে বাড়তি খরচের আশঙ্কা তৈরি হওয়াটা স্বাভাবিক। এখন দেখার, সরকার সেই আশঙ্কা দূর করতে কী ব্যাখ্যা দেয়।

আরও পড়ুন: একদিকে ভাড়া বাড়ছে, অন্যদিকে টিকিট বাতিলে রিফান্ডে সুরাহা! রেলের নয়া সিদ্ধান্ত ভোটের আগে ভারসাম্যের চেষ্টা?

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।

৩০ বছর পর আবার ফুটল পদ্ম! কাশ্মীরের ওয়ুলার হ্রদে ফিরল ‘নদরু’-র জৌলুস, ফিরল জীবিকার আশা

কাশ্মীরের বান্দিপোরার ওয়ুলার হ্রদে ৩০ বছর পর আবারও ফুটল পদ্ম। সংরক্ষণ প্রকল্পের ফলে ফিরে এল ‘নদরু’ বা পদ্মডাঁটার চাষ। জীবিকা ফিরে পেল বহু পরিবার।