Faith, faith, faith in ourselves, faith, faith in God – this is the secret of greatness- #SwamiVivekananda . My tributes to Swami Vivekananda ji on his birth anniversary. His teachings continue to inspire all. pic.twitter.com/EKgFauffav
— VVS Laxman (@VVSLaxman281) January 12, 2018 অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার স্বামীজিকে অভিহিত করেছেন মহান এক উৎসাহদাতা ব্যক্তিত্ব হিসাবে। তিনি মনে করেন, অসংখ্য মানুষের কাছে স্বামীজি আদর্শ এবং অনুপ্রেরণার উৎসস্বরূপ। যুবসমাজকে তাঁর ব্যক্তিত্ব চির দিন অনুপ্রাণিত করবে।জনপ্রিয় বালু-শিল্পী সুদর্শন পট্টনায়েক তো আস্ত একটা অবয়ব তৈরি করে ফেলেছেন স্বামীজির। সেই প্রতিমূর্তি তাঁর হাতের ছোঁয়ায় হয়ে উঠেছে জীবন্ত। তিনি টুইটারে ওই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার বালু-শিল্পের মাধ্যামেই স্বামীজির বার্তা পাঠালাম।’Swami Vivekananda is an iconic and inspirational figure for many and despite being long gone, his influence on youth still remains.#SwamiVivekananda #NationalYouthDay pic.twitter.com/LEy4QFLrcf
— Sushil Kumar (@WrestlerSushil) January 12, 2018
আর এক ভারতীয় প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ টুইটারে লিখেছেন, স্বামীজিক জীবনাদর্শ যুগ যুগ ধরে যুব সমাজকে উদ্বুদ্ধ করে যাবে।On the birth anniversary of #SwamiVivekananda :My SandArt with message “Youth Power, Unite for #NewIndia” at Puri beach in Odisha, . #NationalYouthDay pic.twitter.com/LC9hJQgHRt
— Sudarsan Pattnaik (@sudarsansand) January 12, 2018
]]>Tributes to #SwamiVivekananda ji on his birth anniversary, who influenced many youths and continues to inspire us. pic.twitter.com/gqalil2ydc
— Mohammad Kaif (@MohammadKaif) January 12, 2018
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।