দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (আপ)-কে সমর্থন করার কথা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বুধবার আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এই খবর জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, “ধন্যবাদ দিদি।”
কেজরিওয়াল বলেন, “দিল্লি নির্বাচনে আপ-কে সমর্থন করার কথা ঘোষণা করেছে তৃণমূল। আমি ব্যক্তিগত ভাবে মমতাদিদির প্রতি কৃতজ্ঞ। ভালো ও খারাপ সময়ে তিনি সবসময় আমাদের সমর্থন ও আশীর্বাদ করেছেন।”
তৃণমূল কংগ্রেস এখন বিরোধী জোট ইন্ডিয়া (INDIA)-র সেই সমস্ত শরিকদের তালিকায় যোগ দিল যারা দিল্লি নির্বাচনে আপ-কে সমর্থন করছে। এর আগে আপ-কে নিজেদের সমর্থন জানিয়েছে সমাজবাদী পার্টি এবং শিবসেনা (ইউবিটি)।
উল্লেখযোগ্য ভাবে, আপ আসন্ন বিধানসভা নির্বাচনে একক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ২০২৪ লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল তারা।
দিল্লির শাসনক্ষমতায় আপ পরপর দুটি বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে। ২০১৫ সালে ৬৭টি এবং ২০২০ সালে ৬২টি আসনে জয়লাভ করে তারা। এবারও তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফেরার লক্ষ্যে এগোচ্ছে আপ।
দিল্লি বিধানসভার ৭০টি আসনের জন্য ভোটগ্রহণ হবে ৫ ফেব্রুয়ারি এবং ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: অসমের জলমগ্ন কয়লা খনিতে আটকে ফালাকাটার সঞ্জিত সরকার, চলছে উদ্ধারকাজ