TVS Jupiter Grande

অটোডেস্ক: টিভিএস মোটর কোম্পানি সম্প্রতি টিভিএস জুপিটারের নতুন একটি  বিশেষ সংস্করণের ঘোষণা করেছে। স্টারলাইট নীল রঙে যেটির দাম শুরু হচ্ছে মাত্র ৫৯ হাজার টাকা থেকে। 

TVS Jupiter Grande

এই বিশেষ স্কুটারে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সমাহার। রয়েছে এলইডি টেক হেডল্যাম্প, অ্যাডজাস্টেবেল শক অ্যাবসরবার্স, ডিজিটাল-অ্যানালগ স্পিডোমিটার এবং মেকানাইজড রিম ডায়মন্ড কাটেক অ্যালয় হুইল-সহ ইত্যাদি আনুষঙ্গিক অত্যাধুনিক সরঞ্জাম।

TVS Jupiter Grande

বাইকের দুনিয়ায় বিস্ফোরণ! আসছে ২০০০ সিসির মোটো কোর্সা ২কে

টিভিএস জুপিটার স্কুটার সম্পর্কে বিস্তারিত জানতে এবং অফারের সুযোগ নিতে চালু রয়েছে অনলাইন পরিষেবা। নিজের নাম, শহর, মোবাইল নম্বর বা ই-মেল আইডি জানালে সময় মতো সমস্ত আপডেট পাওয়া যাবে নিজের লিঙ্কে ক্লিক করলেই-

www.tvsjupiter.com

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here