pak soldier killed

ওয়েবডেস্ক: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, ফের গুলিবর্ষণ, ফের ভারতীয় নাগরিকের মৃত্যু। গত কয়েক দিনে পাকিস্তানের দিক থেকে লাগাতার গুলিবর্ষণের ফলে ভারতীয়ের মৃত্যুর যেন বিরাম নেই। শুক্রবার সকালে ফের একই ধরনের ঘটনায় মৃত্যু হল আরও দু’জনের।

শুক্রবার সকাল সাড়ে ছ’টার একটু পর থেকেই কাশ্মীরের আরএস পুরা, আরনিয়া এবং রামগড় সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি ছোড়া শুরু করে পাকিস্তান। ছোড়া হয় মর্টারও। এর ফলেই মৃত্যু হয় বাচনো দেবী এবং সুনীল কুমার নামক দু’জনের। ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর, শুধু সেনাদের ‘ফরওয়ার্ড আউটপোস্ট’গুলোই নয়, সাধারণ মানুষের বসতি লক্ষ করেও গুলি ছুড়ছে পাকিস্তান রেঞ্জার্স।

গত বুধবার পাকিস্তানের গোলাবর্ষণের ফলে মৃত্যু হয়েছিল এক বিএসএফ জওয়ান এবং এক কিশোরীর। ঘটনায় আহত হয়েছিলেন একই পরিবারের সাত জন। বিএসএফের প্রত্যাঘাতে ধ্বংস হয়েছে পাকিস্তানের দু’টো ফরওয়ার্ড পোস্ট, এমনই দাবি করেছেন বিএসএফের ডিরেক্টর জেনারেল কেকে শর্মা। বিএসএফের দাবি ভারতের পালটা হামলায় এখনও পর্যন্ত পাকিস্তানের ১৭ জন নিহত হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here