আগামী সপ্তাহে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। আগামী ২৪ ও ২৫ মার্চ সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। ইন্ডিয়ান ব্যাঙ্ক’স অ্যাসোসিয়েশনের (IBA) সঙ্গে আলোচনায় কোনো ইতিবাচক ফল না মেলায় সংগঠনটি ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে।
ইউএফবিইউ হল একটি বৃহত্তর সংগঠন, যেখানে নয়টি ব্যাঙ্ক ইউনিয়ন রয়েছে। এতে সরকারি, বেসরকারি, বিদেশি, সমবায় এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের ৮ লক্ষের বেশি আধিকারিক ও কর্মচারী যুক্ত আছেন।
এ ব্যাপারে এখনও পর্যন্ত এসবিআই, পিএনবি-সহ অন্যান্য ব্যাঙ্কগুলি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই ধর্মঘটের কারণে সরকারি, বেসরকারি ও আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির পরিষেবা ব্যাহত হবে।
এআইবিওসি-র সহ-সভাপতি পঙ্কজ কপূর জানিয়েছেন, “২২ মার্চ থেকে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে, কারণ ২৩ মার্চ ছুটি, ২৪-২৫ মার্চ ধর্মঘট। ফলে চার দিন ধরে ক্লিয়ারিং হাউস, নগদ লেনদেন, রেমিট্যান্স, ঋণ প্রদান ইত্যাদি পরিষেবা ব্যাহত হবে।”
ইউএফবিইউ-র প্রধান দাবি
সব পদে পর্যাপ্ত নিয়োগ
অস্থায়ী কর্মীদের স্থায়ী করা
ব্যাঙ্ক খাতে সপ্তাহে পাঁচ দিনের কর্মদিবস চালু করা
কর্মক্ষমতার পর্যালোচনা ও পিএলআই সংক্রান্ত সাম্প্রতিক সরকারি নির্দেশ প্রত্যাহার
ব্যাঙ্ক কর্মী ও কর্মকর্তাদের সুরক্ষা নিশ্চিত করা
সরকারি ব্যাঙ্কে কর্মী ও অফিসার পরিচালকদের পদ পূরণ করা
আইবিএ-এর কাছে ঝুলে থাকা দাবি দ্রুত মেটানো
গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা ২৫ লক্ষ টাকা করা এবং আয়কর থেকে ছাড় দেওয়া
আইডিবিআই ব্যাঙ্কে সরকারের ন্যূনতম ৫১ শতাংশ শেয়ার ধরে রাখা
ডিএফএস-এর অতিরিক্ত নিয়ন্ত্রণ বন্ধ করা এবং স্থায়ী কাজ আউটসোর্স করা বন্ধ করা
সংশ্লিষ্ট মহলের মতে, এই ধর্মঘটের কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়তে পারে, বিশেষ করে নগদ লেনদেন ও অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবায় সমস্যা হতে পারে।