godhra killings
এপি ফাইল ছবি

অমদাবাদ: গোধরা মামলায় আরও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিশেষ আদালত। প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়েছেন তিনজন। সব মিলিয়ে গোধরা কাণ্ডে সাজাপ্রাপ্তের সংখ্যা দাঁড়াল ৩৩।

সোমবার দুই অভিযুক্ত ফারুক ভুনা এবং ইমরান শেরুর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক এইচসি ভোহরা। সেই সঙ্গে হুসেন সুলেমান মোহন, কাসাম ভামেদি এবং ফারুক দান্তিয়াকে বেকসুর খালাস করে দেন। গোধরায় ট্রেনে আগুন লাগানোর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে এই পাঁচ জনকে ২০১৫ সালে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন লিফলেট বিলি করতে গিয়ে সুরেন্দ্রনাথ কলেজে আক্রান্ত যাদবপুর ও প্রেসিডেন্সির পড়ুয়ারা

২০১১ সালে ৩১ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। এদের মধ্যে ১১ জনের ফাঁসি এবং বাকি কুড়ি জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পরে ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন করে দেয় আদালত। এখনও এই মামলায় অভিযুক্ত আটজন পলাতক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন