কাটরা (জম্মু-কাশ্মীর): বৈষ্ণোদেবীর পথে পাহাড়ে ধস নেমে দু’জন মহিলা তীর্থযাত্রী প্রাণ হারালেন, একজন কমবয়সি মেয়ে মারাত্মকভাবে জখম হয়েছেন। বৈষ্ণোদেবীর নতুন পথে ভবন থেকে ৩ কিলোমিটার দূরে পাঞ্চির কাছে এই দুর্ঘটনা ঘটে। কাটরার এসডিএম পীযূষ ধোতরা এই খবর দিয়েছেন।
এসডিএম জানান, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। মৃতদের ও আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলছে। তীর্থযাত্রীদের বৈষ্ণোদেবীযাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে।
সরকারি আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, তীর্থযাত্রীরা পাহাড়শীর্ষের বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশে যখন হাঁটছিলেন তখনই ধস নামতে শুরু করে। তীর্থযাত্রীরা একটি লোহার শেডের নীচে আশ্রয় নেন। সেই শেড ভেঙে পড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে।
জুম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার ডেপুটি কমিশনার পল মহাজন জানান, জেলার সিনিয়ার পুলিশ অফিসাররা ও প্রশাসনিক আধিকারিকরা দুর্ঘটনাস্থলে গিয়েছেন। মহাজন নিজেও কাটরায় আসছেন। ত্রিকুট পাহাড়ের মাথায় অবস্থিত বৈষ্ণোদেবীর বেসক্যাম্প কাটরা। এখান থেকেই শুরু হয় বৈষ্ণোদেবীর পথে হাঁটা।
আরও পড়ুন
বয়স্ক রোগীদের জন্য নয়া পরিষেবা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে