ক্ষুব্ধ উস্তাদজির সঙ্গে কথা বলবে ব্রিটিশ হাইকমিশন

0

ব্রিটিশ ভিসা না পাওয়ায় ক্ষুব্ধ উস্তাদজির সঙ্গে কথা বলবে ব্রিটিশ হাইকমিশন। শনিবার হাইকমিশনের এক মুখপাত্র এ কথা জানান।  

মার্কিন বিমানবন্দরে শাহরুখ খানকে আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর হেনস্থার মুখে পড়েন বিখ্যাত সরোদবাদক উস্তাদ আমজাদ আলি খান। তাঁকে ভিসা দিতে অস্বীকার করেছে ব্রিটেন। আগামী সেপ্টেম্বর মাসে লন্ডনের রয়েল ফেস্টিভ্যাল হলে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সেখানে উচ্চাঙ্গ সংগীতশিল্পী শোভা মুদগলের সঙ্গে একটি যৌথ কনসার্ট করার কথা ছিল তাঁর।

ব্রিটেনের এই সিদ্ধান্তে তীব্র মর্মাহত হন বিশ্বখ্যাত সরোদবাদক। টুইটারে তিনি তাঁর বেদনা প্রকাশ করে জানান, “৭০ সাল থেকে আমি প্রতি বছর ব্রিটেনে অনুষ্ঠান করে আসছি। এক জন শিল্পীর কাছে এ বড় বেদনার,  যে শিল্পী শিল্পের মাধ্যমে শান্তি  এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দেন।”

শিল্পী তাঁর টুইটার বার্তাটি ট্যাগ করে দিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। 


ভিসা বাতিলের কারণ হিসাবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভিসার জন্য যে কারণ দেখানো হয়েছে তা যথেষ্ট নয়।

শনিবার ব্রিটিশ হাইকমিশনের মুখপাত্র বলেন, “ব্যক্তিবিশেষের বিষয় ধরে ধরে আমরা মন্তব্য করি না। তবে এ টুকু বলতে পারি, তিনি ব্রিটিশ যুক্তরাজ্যে যা করতে চান তা করতে সঠিক ধরনের ভিসায় কী ভাবে আবেদন করতে হয়, সে ব্যাপারে আমরা মি. খানের সঙ্গে কথা বলব।” 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন