শিশুদের অধিকার রক্ষায় ইউনিসেফের ভারতবর্ষে কাজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। দশ টাকা মূল্যের এই ডাকটিকিটে মায়ের কোলে এক শিশুর ছবি প্রদর্শিত হয়েছে, যা প্রতিটি শিশুর বেঁচে থাকা, বিকাশের সুযোগ এবং জীবনের পূর্ণতা অর্জনের অধিকারকে প্রতিফলিত করে।
ডাকটিকিটের উন্মোচন
ডাক বিভাগের দিল্লি সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল কর্নেল অখিলেশ পান্ডে ডাকটিকিট প্রকাশের সময় ইউনিসেফের বিগত দিনগুলির কাজের প্রশংসা করেন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা শিশুদের সুরক্ষা ও উন্নয়নে ইউনিসেফের অবদান তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ইউনিসেফের প্রতিনিধি সিনথিয়া ম্যাকক্যাফ্রে একে ভারতের শিশুদের জন্য একটি প্রতীকী মাইলফলক বলে বর্ণনা করেন।
ইউনিসেফের কাজের সাফল্য
ভারতে ইউনিসেফের কার্যক্রমের ফলে শিশুদের জীবনে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সিনথিয়া ম্যাকক্যাফ্রে জানান, পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার কমানো, সার্বিক টিকাদান, বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি এবং নিরাপদ স্যানিটেশন ও বিশুদ্ধ জলের ব্যবহার নিশ্চিতকরণের ক্ষেত্রে দেশটি অভূতপূর্ব অগ্রগতি করেছে।
রাষ্ট্রপুঞ্জের বক্তব্য
ভারতে নিযুক্ত রাষ্ট্রপুঞ্জের রেসিডেন্ট কোঅর্ডিনেটর শম্বি শার্প বলেন, “এই ডাকটিকিট প্রকাশ শিশুদের অধিকার ও ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের প্রতীক। রাষ্ট্রপুঞ্জ ভারত সরকারের সঙ্গে মিলে প্রতিটি শিশুর স্বপ্ন সার্থক করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”
অতীত উদযাপন
এটি প্রথম নয় যে ভারতীয় ডাকবিভাগ ইউনিসেফের কাজকে স্মরণীয় করে তুলেছে। এর আগে ইউনিসেফের ২৫তম এবং ৪০তম বর্ষপূর্তি এবং শিশু অধিকার কনভেনশনের ত্রিশ বছর পূর্তি উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছিল।
শিশুদের উন্নয়নে এক অঙ্গীকার
এদেশে ১৯৪৯ সাল থেকে ইউনিসেফ কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে প্রতিটি শিশুর অধিকার সুনিশ্চিত করতে কাজ করে চলেছে। বেসরকারি ক্ষেত্র, সুশীল সমাজ এবং যুব সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করে সমাজের প্রতিটি স্তরেই শিশুদের অধিকার রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনিসেফ।
এই স্মারক ডাকটিকিট ইউনিসেফের কাজের প্রতি শ্রদ্ধার নিদর্শন এবং দেশের শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হবে।