ওয়েবডেস্ক: শুক্রবার বাজেট ২০১৯ প্রস্তাব পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের প্রথম পূ্র্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রীর বাজেট পেশ হওয়ার পরই বিভিন্ন মহল থেকে উঠে এসেছে বিভিন্ন প্রতিক্রিয়া।
বেঙ্গল চেম্বার্সের ট্যাক্সেশন কমিটির চেয়ারম্যান তিমিরবরণ চট্টোপাধ্যায় বলেন, আয়কর থেকে গৃহঋণের উপর যে ভাবে করছাড়ের সুযোগ দেওয়া হয়েছে, শিক্ষাখাতে বিশ্বমানের পরিকল্পনা নিয়ে এগনো হচ্ছে, তাতে ইতিবাচক প্রভাব পড়বে। অন্য দিকে এমএসএমই সেক্টরে আলাদা ভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। এ ভাবেই কর্মসংস্থানের সৃষ্টি হবে, দেশের উন্নয়নও হবে। এক দিকে কর্পোরেটদের উপর বাড়তি বোঝা চাপানো অন্য দিকে সাধারণ মধ্যবিত্তের বোঝা কমিয়ে এই বাজেট সামাজিক হয়ে উঠেছে, যার প্রভাব সুদূরপ্রসারী।
এ বারের বাজেটে শিক্ষাক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে সরকারের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং। বিস্তারিত পড়ুন এখানে ক্লিক করে
এ বার দেখে নেওয়া যাক, কোন কোন পণ্যের দাম কমার কথা বলা হল এ দিনের বাজেটে।
১. প্রতিরক্ষা সরঞ্জাম
২.উল এবং উলের পোশাক
৩. কিছু চিকিৎসা সরঞ্জাম
৪. মোবাইল ক্যামেরা-সহ অন্যান্য যন্ত্রাংশ যেমন, চার্জার, অ্যাডাপ্টার, লিথিয়াম আয়ন সেল
৫. কম্প্যাক্ট ক্যামেরা মডিউল, সেট টপ বক্স
৬. বৈদ্যুতিক গাড়ির অংশ
৭. পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় সকল পণ্য
৮. সব কোনো ধরনের চামড়া, ট্যান্ড অথবা আনট্যান্ড
আরও পড়ুন: বাজেট ২০১৯: দাম বাড়ল এই পণ্যগুলির
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।